×

আইন-বিচার

বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৩:১৯ পিএম

বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

হাইকোর্ট। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

একইসঙ্গে নিহত শিক্ষার্থী পরিবারের জন্য ৫ কোটি টাকা এবং আহতদের জন্য ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে সকালে সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস এক রিট আবেদনের মাধ্যমে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। রিটে আরও দাবি করা হয়, ঢাকাসহ দেশের জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধবিমান উড্ডয়ন বন্ধে নির্দেশনা দিতে হবে।

আরো পড়ুন : ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষা উপদেষ্টা

রিটে বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনা চাওয়া হয়েছে।

আদালত বলেছে, এ মর্মান্তিক দুর্ঘটনার কারণ নির্ধারণে বিশেষজ্ঞ ও নিরপেক্ষ তদন্ত জরুরি। দুর্ঘটনার ফলে নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এজন্য কেন নিহতদের পরিবারকে ৫ কোটি এবং আহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না—তা জানতে চেয়ে চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন-বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনে বিধ্বস্ত হয়। এতে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকেই দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাইলস্টোন ট্র্যাজেডি: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে নীরবতা পালন

মাইলস্টোন ট্র্যাজেডি: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে নীরবতা পালন

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় মাইলস্টোন থেকে বেরোলেন দুই উপদেষ্টা

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় মাইলস্টোন থেকে বেরোলেন দুই উপদেষ্টা

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে মর্মান্তিক প্রাণহানি: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের গভীর শোক

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে মর্মান্তিক প্রাণহানি: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের গভীর শোক

আহতদের চিকিৎসায় ভারতের সহায়তা প্রস্তাব বাংলাদেশ কী গ্রহণ করবে?

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত আহতদের চিকিৎসায় ভারতের সহায়তা প্রস্তাব বাংলাদেশ কী গ্রহণ করবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App