×

আইন-বিচার

অতিরিক্ত জামিন

৩ বিচারপতিকে কারণ দর্শানোর নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০১:১৭ পিএম

৩ বিচারপতিকে কারণ দর্শানোর নোটিশ

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছবি : সংগৃহীত

স্বল্প সময়ে বিপুল সংখ্যক জামিন আদেশ জারি করার ঘটনায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির নামে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

নোটিশপ্রাপ্ত বিচারপতিরা হলেন, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মো. জাকির হোসেন।

এত বিপুল সংখ্যক জামিন আদেশ তারা স্বল্প সময়ে দিয়েছেন কেন, এ বিষয়ে তাদের তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গত ২৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা ও ডেপুটেশনে নিযুক্ত অতিরিক্ত জেলা জজ মো. মুয়াজ্জেম হোসেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিন বিচারপতিকে এই নোটিশ পাঠান। ফোনের মাধ্যমেও প্রধান বিচারপতির নির্দেশ সম্পর্কে অবহিত করা হয়।

আরো পড়ুন : নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

নোটিশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট বিচারপতিরা জামিনের আদেশ দেওয়ার সময় দুই সদস্যের বেঞ্চে দায়িত্বে ছিলেন, বর্তমানে তারা একক বেঞ্চে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে, জামিনপ্রাপ্ত অভিযুক্তদের আইনজীবীদের তালিকা জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আইন বিশেষজ্ঞ ও আদালতের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের গণহারে জামিন মঞ্জুরের ঘটনা সুপ্রিম কোর্টের অভ্যন্তরে তীব্র আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থান-সংক্রান্ত মামলাগুলোতে অধিকাংশ জামিন আদেশ দেওয়া হয়, যেসব ঘটনায় গোপালগঞ্জে কমপক্ষে পাঁচজন নিহত হন।

হাইকোর্টের অনলাইন কার্যতালিকা অনুযায়ী, ৪ সেপ্টেম্বর বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ দুপুর ২টা থেকে ৪টা ১৫ মিনিটের মধ্যে ৬১১টি জামিন মঞ্জুর করেন। ওই দিন তারা ১,১০৪টি আবেদন শুনে ৭৬৮টি মামলায় আদেশ দেন।

২৪ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের অবকাশকালীন বেঞ্চ সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে ১,১৪১টি জামিন আদেশ দেন। তারা সেদিন ১,৬৫০টি আবেদন শুনে ১,২২৮টি মামলায় রায় ঘোষণা করেন।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, একজন বিচারকের জামিন দেওয়ার এখতিয়ার অবশ্যই আছে, তবে চার-পাঁচ ঘণ্টায় ৮০০ মামলার শুনানি বাস্তবসম্মত কি না, তা নিয়ে উদ্বেগ থেকেই যায়।

২৪ সেপ্টেম্বরের শুনানিতে উপস্থিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান জানান, অধিকাংশ জামিন আদেশ এসেছে ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক সহিংসতা–সংক্রান্ত মামলাগুলো থেকে। এসব মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অজ্ঞাত নেতা–কর্মীদের অভিযুক্ত করা হয়েছিল।

তিনি বলেন, গোপালগঞ্জে ২০২৪ সালের ১৬ জুলাইয়ের সহিংসতা, যেখানে পুলিশ ৮,৩৮৪ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করেছিল, সেই মামলাগুলোর অনেকগুলোতেই জামিন মঞ্জুর হয়েছে।

একই ধরনের ঘটনা ঘটেছিল ফরিদপুরের ভাঙ্গা উপজেলাতেও, যেখানে নির্বাচনী সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ও থানা ভাঙচুর করে, ১১টি মোটরসাইকেলে আগুন দেয়, এবং অন্তত চারজন আহত হন।

এর আগে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান নেতৃত্বাধীন বেঞ্চ জুলাই–আগস্ট অভ্যুত্থান–সংক্রান্ত একটি হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক উপপরিদর্শক সাজ্জাদ উজ জামানকে জামিন দেন। এ নিয়ে তীব্র সমালোচনা করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই জামিন আদেশ স্থগিত করে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের কাছে বাস্তবায়ন সুপারিশপত্র হস্তান্তর

জুলাই সনদ সরকারের কাছে বাস্তবায়ন সুপারিশপত্র হস্তান্তর

ঝালকাঠি আওয়ামী লীগের তিন নেতা কারাগারে

ঝালকাঠি আওয়ামী লীগের তিন নেতা কারাগারে

অস্ত্রসহ আনসার থাকবে প্রতি ভোটকেন্দ্রে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অস্ত্রসহ আনসার থাকবে প্রতি ভোটকেন্দ্রে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App