×

আইন-বিচার

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ এএম

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়িত্ব পালন করছেন।

বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। ওই দিন তার বয়স ৬৭ বছর পূর্ণ হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন দু-এক দিনের মধ্যেই আইন মন্ত্রণালয় থেকে জারি করা হতে পারে।

তবে সোমবার রাত সাড়ে ১০টার দিকে আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, এখন পর্যন্ত নতুন প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত কোনো গেজেট প্রকাশ হয়নি। এদিকে, নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ আগামী রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ রেফাত আহমেদ। তিনি আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে অবসরে যাবেন। বর্তমানে সুপ্রিম কোর্টে বার্ষিক ছুটি চলমান থাকায় গত বৃহস্পতিবারই ছিল তার কর্মজীবনের শেষ কার্যদিবস।

রীতি অনুযায়ী, ওই দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা প্রদান করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিরাপত্তা জোরদারে ২৪ ঘণ্টা সীমিত থাকবে শাহজালাল বিমানবন্দরে প্রবেশ

নিরাপত্তা জোরদারে ২৪ ঘণ্টা সীমিত থাকবে শাহজালাল বিমানবন্দরে প্রবেশ

জমিয়তের সঙ্গে নির্বাচনি সমঝোতায় বিএনপি

জমিয়তের সঙ্গে নির্বাচনি সমঝোতায় বিএনপি

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

বেনজীর আহমেদের জব্দকৃত মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা

বেনজীর আহমেদের জব্দকৃত মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App