জাস্টিস ফর উইমেন বাংলাদেশ: নারীদের আস্থার প্ল্যাটফর্ম
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১১:১৪ এএম
জাস্টিস ফর উইমেন বাংলাদেশের লোগো
দেশে নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা ও সাইবার অপরাধের ক্রমবর্ধমান প্রবণতার মধ্যে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন জাস্টিস ফর উইমেন বাংলাদেশ। সচেতন ও মানবিক কিছু মানুষের উদ্যোগে গঠিত এ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই নির্যাতিত নারী, পুরুষ ও পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে বিনামূল্যে আইনি ও মানসিক সহায়তা প্রদান করে আসছে।
সংগঠনটির সারাদেশে বিস্তৃত একটি আইনজীবী প্যানেল রয়েছে, যারা প্রতিনিয়ত অসহায় ভুক্তভোগীদের আইনগত সহায়তা দেন। পাশাপাশি তাদের আইটি টিম ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার হয়রানির শিকারদের তাৎক্ষণিক প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে।
জাস্টিস ফর উইমেন বাংলাদেশের মহাসচিব জুনায়েদ আহমেদ আবির বলেন, “আমাদের লক্ষ্য শুধু সহানুভূতি নয়; আমরা চাই দেশের প্রতিটি মানুষ ন্যায়বিচারের অধিকার নিয়ে নিরাপদে বাঁচতে পারে। যে কেউ নির্যাতনের শিকার হলে যেন জানে সে একা নয়।”
গত এক দশকে সংগঠনটি হাজারো নারী ও পরিবারকে আইনি পরামর্শ, কাউন্সেলিং ও সামাজিক সুরক্ষা প্রদান করেছে। পাশাপাশি নিয়মিত সচেতনতা ক্যাম্পেইন, সেমিনার এবং অনলাইন কর্মশালা আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষকে অধিকার সচেতনতা ও নিরাপত্তা সম্পর্কে অবহিত করছে।
দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি নারীরাও এখন এই প্ল্যাটফর্মের মাধ্যমে সহায়তা পাচ্ছেন। প্রতিষ্ঠার এক দশক পর সংগঠনটি দেশে ন্যায়বিচার ও মানবিক সহায়তার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
