×

সাহিত্য

রাহিতুল ইসলামের ‘সুখবর বাংলাদেশ’ বইয়ের প্রি-অর্ডার শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৬:০২ পিএম

রাহিতুল ইসলামের ‘সুখবর বাংলাদেশ’ বইয়ের প্রি-অর্ডার শুরু

রাহিতুল ইসলামের নতুন বই ‘সুখবর বাংলাদেশ’

দেশজুড়ে তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের উদ্যম ও সাফল্যের গল্প নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলামের নতুন বই ‘সুখবর বাংলাদেশ’। বইটির অনলাইন প্রি–অর্ডার শুরু হয়েছে। বইটি প্রকাশ করছে প্রথমা প্রকাশন। 

তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও বাড়ছে প্রযুক্তি খাতের প্রসার। সরকারি-বেসরকারি নানা উদ্যোগে সৃষ্টি হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। এই সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে দেশের তরুণ প্রজন্ম। কেউ হয়েছেন উদ্যোক্তা, কেউ ফ্রিল্যান্সিংয়ে গড়েছেন নিজের ক্যারিয়ার। কেউ বা উদ্ভাবন করেছেন প্রযুক্তিনির্ভর সেবা কিংবা প্ল্যাটফর্ম, যা বদলে দিচ্ছে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং জীবনমান। এই পরিবর্তনশীল বাংলাদেশের প্রযুক্তি জগৎ ঘুরে আসা তরুণদের মধ্যে থেকে লেখক তুলে এনেছেন সবচেয়ে অনুপ্রেরণাদায়ী কিছু গল্প। 

লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘পেশাগত কারণে আমাকে দেশের বিভিন্ন জেলা, উপজেলা এমনকি প্রত্যন্ত গ্রামেও যেতে হয়। সেই সব জায়গা থেকেই আমি খুঁজে এনেছি সত্যিকারের সুখবর—যেগুলো শুধু সংবাদ নয়, বরং সাহস ও স্বপ্নের গল্প। এই সব গল্প থেকেই নির্বাচিত কিছু মানুষের সাফল্যগাঁথা উঠে এসেছে ‘সুখবর বাংলাদেশ’ বইয়ে।’


তিনি আরও বলেন, ‘এই গল্পগুলো কেবল ব্যক্তি বিশেষের নয়, বরং একটি প্রজন্মের এগিয়ে যাওয়ার দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি, এদের জীবন ও সংগ্রাম অন্যদের জন্য হয়ে উঠবে প্রেরণার বাতিঘর। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা পাঠকদের দেখাবে, কিভাবে সীমিত সুযোগের মধ্য থেকেও বড় কিছু অর্জন করা সম্ভব। ‘সুখবর বাংলাদেশ’ শুধু একটি বই নয়, এটি একটি সাহসী সময়ের দলিল—যেখানে প্রযুক্তি, প্রতিভা ও প্রত্যয়ের গল্প রয়েছে পাশাপাশি। এটি প্রতিটি পাঠকের মন ছুঁয়ে যাবে, জাগিয়ে তুলবে নতুন সম্ভাবনার স্বপ্ন।’

বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। মুদ্রিত মূল্য ৩৫০ টাকা। বইটি প্রি-অর্ডারে পাওয়া যাচ্ছে https://www.prothoma.com/product/49218/sukhobor-bangladesh ঠিকানায়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ

রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ

সৌদি আরব–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি: যৌথ আগ্রাসন মোকাবিলার অঙ্গীকার

সৌদি আরব–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি: যৌথ আগ্রাসন মোকাবিলার অঙ্গীকার

লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরো ১৭৬ বাংলা‌দে‌শি

লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরো ১৭৬ বাংলা‌দে‌শি

আটবার বাড়ার পর স্বর্ণের দাম কমলো

আটবার বাড়ার পর স্বর্ণের দাম কমলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App