×

সাহিত্য

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

দেশের অন্যতম বৃহৎ অনলাইন বুকশপ রকমারি ডটকম আয়োজিত ‘রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৫’-এ ফিকশন বিভাগে বেস্টসেলার লেখক হিসেবে পুরস্কৃত হলেন জনপ্রিয় লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। তাঁর লেখা ‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ বইটির বিপুল জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা অর্জন করেছেন।

আজ শনিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে লেখকের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ বইটি প্রকাশ করেছে ‘প্রতিভাষা প্রকাশন’। তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাতের প্রেক্ষাপটে লেখা এই ফিকশনটি পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। রাহিতুল ইসলাম তাঁর লেখনীতে সব সময় তরুণদের স্বপ্ন, সংগ্রাম ও তথ্যপ্রযুক্তির জগতকে তুলে ধরেন। রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড তাঁর সাহিত্যিক পথচলায় আরও একটি নতুন পালক যুক্ত করল।

পুরস্কার হাতে পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রাহিতুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ! লেখালেখির জীবনে আরেকটি মাইলফলক স্পর্শ করলাম। এই অর্জন বা কৃতিত্ব কোনোভাবেই আমার একার নয়। এই পুরস্কারের প্রকৃত দাবিদার আমার প্রিয় পাঠকেরা। তাদের আগ্রহ ও ভালোবাসাই প্রযুক্তিকেন্দ্রিক এই গল্পগুলোকে আজ এত দূর নিয়ে এসেছে। এই স্বীকৃতি আমাকে সামনে আরও ভালো কিছু লেখার দায়বদ্ধতা বাড়িয়ে দিল।”

তেরো শতাধিক লেখক, পাঠক, প্রকাশক ও বইশিল্পের কর্মীদের উপস্থিতিতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রকমারি ডটকমের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক জুবায়ের বিন আমিন, এহতেশামস রাকিব, প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আনাম এবং রকমারির চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। এ ছাড়াও বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রকাশক, সম্পাদক ও বই-শিল্প সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, বাংলাদেশে অনলাইন বই বিপণনে অগ্রণী প্রতিষ্ঠান রকমারি ডটকম প্রতি বছরের মতো এবারও এই অ্যাওয়ার্ড প্রদান করেছে। ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে রকমারিতে সর্বোচ্চ বিক্রিত বইয়ের ভিত্তিতে ফিকশন, নন-ফিকশন, ধর্মীয় ও ক্যারিয়ার-একাডেমিক-এই চার বিভাগে মোট ৫৬টি পুরস্কার প্রদান করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দণ্ডপ্রাপ্ত হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবিতে এনসিপির গণমিছিল

দণ্ডপ্রাপ্ত হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবিতে এনসিপির গণমিছিল

হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি : বিএনপি নেতা লেয়াকত

হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি : বিএনপি নেতা লেয়াকত

ঢাকা-থিম্পু সম্পর্ক জোরদারে শীর্ষ পর্যায়ের আলোচনা

ঢাকা-থিম্পু সম্পর্ক জোরদারে শীর্ষ পর্যায়ের আলোচনা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির জনসমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির জনসমাবেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App