×

গণমাধ্যম

উদ্ভাবন ও সম্ভাবনার পথে অ্যাডকমের ৫১ বছর পূর্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৬:০৪ পিএম

উদ্ভাবন ও সম্ভাবনার পথে অ্যাডকমের ৫১ বছর পূর্তি

অ্যাডকমের ৫১ বছর পূর্তি

দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর ব্র্যান্ড, মার্কেটিং ও  কমিউনিকেশন খাতে উদ্ভাবনী সল্যুশন দেয়া অ্যাডকম লিমিটেড তাদের ৫১ বছর উদযাপন করছে। ১৯৭৪ সালে গীতিআরা সাফিয়া চৌধুরীর হাত ধরে মাত্র ৬ সদস্য নিয়ে যাত্রা শুরু হওয়া অ্যাডকম আজ একাধিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যা দেশের শীর্ষস্থানীয় প্রায় সব ব্র্যান্ডকে আধুনিক ও রেজাল্ট-ওরিয়েন্টেড বিপণন এবং বিজ্ঞাপন সেবা প্রদান করে আসছে।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিজ্ঞাপন সংস্থা হিসেবে অ্যাডকমের এই পথচলা ছিল সহযোগিতা, ক্রিয়েটিভিটি এবং নতুন উদ্ভাবনী আইডিয়াতে পরিপূর্ণ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা গীতিআরা সাফিয়া চৌধুরী বলেন, "এই যাত্রা কেবল অ্যাডকমের নয়, আমাদের সবার—যেখানে আমরা একসঙ্গে শিখেছি, একসঙ্গে বেড়ে উঠেছি এবং স্বপ্ন দেখেছি আগামী দিনের। আমাদের ‘একান্নবর্তী’ অ্যাডকম পরিবার হিসেবে আমরা আমাদের সকল পার্টনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী বলেন, "প্রযুক্তি আমাদের বিজ্ঞাপন ভাবনার রূপ পাল্টে দিচ্ছে, কিন্তু গল্প বলার ক্ষমতা, ভোক্তার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি এবং ব্র্যান্ড ভালোবাসা গড়ে তোলাই বিজ্ঞাপনের মূল আত্মা। অ্যাডকম বিশ্বাস করে, এই দুই বাস্তবতার মাঝে সেতুবন্ধন গড়ে তোলার জন্য আমরা অনন্যভাবে প্রস্তুত। আমরা সব সময়ের মতোই ভোক্তা ও ব্র্যান্ডের গভীর অন্তর্দৃষ্টি থেকে উদ্ভাবনের পথেই এগিয়ে যাব।”

অ্যাডকমের এই দীর্ঘ পথচলার প্রতিটি ধাপেই ছিল এর নিবেদিতপ্রাণ কর্মী, বিশ্বস্ত ক্লায়েন্ট, পার্টনার, স্টেকহোল্ডারসহ সবার আপ্রাণ চেষ্টা, আগ্রহ এবং যৌথ ভবিষ্যতের প্রতি বিশ্বাস। আগামী দিনগুলোতেও একইভাবে ইনোভেশন, টেকনোলজিকাল এডভান্সমেন্ট ও পার্টনারশিপের এই ধারা অব্যাহত রেখে অ্যাডকম এগিয়ে যেতে চায় আরও সামনের দিকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি

নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি

উদ্ভাবন ও সম্ভাবনার পথে অ্যাডকমের ৫১ বছর পূর্তি

উদ্ভাবন ও সম্ভাবনার পথে অ্যাডকমের ৫১ বছর পূর্তি

নোনাজলে ভেসে থাকা স্বপ্ন: উপকূলীয় কৃষির অভিযোজন ও সম্ভাবনার পথরেখা

নোনাজলে ভেসে থাকা স্বপ্ন: উপকূলীয় কৃষির অভিযোজন ও সম্ভাবনার পথরেখা

বাংলাদেশের অর্থনীতিতে যে প্রভাব ফেলবে ট্রাম্পের শুল্ক চিঠি

বাংলাদেশের অর্থনীতিতে যে প্রভাব ফেলবে ট্রাম্পের শুল্ক চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App