×

গণমাধ্যম

গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডের জুরি বোর্ডে যুক্ত হলেন মিজানুর রহমান সোহেল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৫:২৫ পিএম

গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডের জুরি বোর্ডে যুক্ত হলেন মিজানুর রহমান সোহেল

লেখক ও সাংবাদিক মিজানুর রহমান সোহেল

গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরাম (জিওয়াইবিআইএফ) আয়োজিত গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫–এর জুরি সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের গণমাধ্যম ও সাহিত্য অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব মিজানুর রহমান সোহেল। এই স্বীকৃতি তার পেশাগত অবদান ও প্রভাবশালী নেতৃত্বের ধারাবাহিকতাকে আরও সুদৃঢ় করেছে।

সাহিত্য, সাংবাদিকতা ও ডিজিটাল উদ্ভাবনের সমন্বয়ে গঠিত বহুমাত্রিক কর্মযাত্রায় মিজানুর রহমান সোহেল ইতোমধ্যেই বিশেষ পরিচিতি অর্জন করেছেন। বেস্টসেলার বই, সাংবাদিকতা, করপোরেট ব্র্যান্ডিং এবং স্থানীয় ও আন্তর্জাতিক পাবলিক রিলেশনস (পিআর) কার্যক্রমে অবদান রেখে চলেছেন।

২০২৫ সালে যুক্তরাজ্যভিত্তিক ইনফ্লুয়েন্সার মেগাজিন অ্যাওয়ার্ডস-এ ‘অথর অব দ্য ইয়ার’ শিরোপার মনোনয়ন লাভ তার আন্তর্জাতিক স্বীকৃতির বহিঃপ্রকাশ। এর আগে তিনি অনলাইন সাংবাদিকতায় অবদানের জন্য গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪-সহ একাধিক সম্মাননা অর্জন করেন।

বর্তমানে মিজানুর রহমান সোহেল দেশের অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক ভোরের কাগজের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সাত বছর ধরে দৈনিক যুগান্তর অনলাইন পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমে পরিণত করেন। তার সাংবাদিকতা জীবন শুরু ২০০৪ সালে দৈনিক বিবৃতির মাধ্যমে। পরে তিনি দৈনিক আজকের পাবনা, দৈনিক ইত্তেফাক, আমাদের সময় ও প্রিয় ডটকমে দায়িত্ব পালন করেন।

দুই দশকেরও বেশি ক্যারিয়ারে তিনি ২৯টি গ্রন্থ প্রকাশ করেছেন। এর মধ্যে ‘বিক্রয় ম্যাজিক’, যা প্রকাশের প্রথম আড়াই মাসে ২০ হাজার কপি বিক্রি হয়ে ব্যবসায়িক বইয়ের তালিকায় শীর্ষে উঠে আসে। এছাড়া ‘জিরো টাকায় বিজনেস’, ‘এক বছরে কোটিপতি’, ‘সফলতার ১০১টি উপায়’, ‘কনটেন্ট ক্রিয়েটর’ এবং ‘এক লাখ টাকায় স্টার্টআপ’ বইগুলো পাঠকপ্রিয়তা পায়। বাংলাদেশের প্রথম হ্যাকিং বিষয়ক বই ‘হ্যাকিং অ্যান্ড হ্যাকার’ তার রচিত উল্লেখযোগ্য প্রযুক্তি ভিত্তিক গ্রন্থ।

পেশাগত সংগঠন পরিচালনায়ও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন তিনি। তিনি অনলাইন এডিটরস অ্যালায়েন্স–এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সাবেক গবেষণা ও প্রকাশনা সম্পাদক এবং পাবনা জার্নালিস্ট ফোরাম ঢাকার (পিজেএফ) যুগ্ম সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য।

২০১১ সালে প্রতিষ্ঠিত তার প্রতিষ্ঠান টাইমস পিআর বর্তমানে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র ও ভারতে কার্যক্রম পরিচালনা করছে এবং তিন শতাধিক স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা, সতর্কতা জারি

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা, সতর্কতা জারি

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

ইনু-হানিফের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি আজ

ইনু-হানিফের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি আজ

বেসিসের ১০ সদস্যের সহায়ক কমিটি গঠন

বেসিসের ১০ সদস্যের সহায়ক কমিটি গঠন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App