×

মধ্যপ্রাচ্য

বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০২:২৭ পিএম

বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু

মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি নিয়ে ফের আলোচনা শুরু হলেও এখনও পর্যন্ত কোনো সমাধান মেলেনি। ফিলিস্তিনি দু’টি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মতপার্থক্য থাকায় বৈঠক ফলপ্রসূ হয়নি।

এরই মধ্যে শান্তিচুক্তি নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে গিয়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। খবর রয়টার্সের। 

মঙ্গলবার তিনি বৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। সেই বৈঠকের আগে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের বিশেষ উপদেষ্টা স্টিভ উইটকফের সঙ্গেও আলোচনায় বসার কথা নেতানিয়াহুর। 

ইসরায়েলি প্রধানমন্ত্রীর সম্মানে হোয়াইট হাউসে বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন ট্রাম্প।

দুই রাষ্ট্রনেতার বৈঠক সফল হলে আগামী দিনে যে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তা নিয়ে আশাবাদী আন্তর্জাতিক মহল। 

আরো পড়ুন : গাজায় গণহত্যা চালাতে গিয়ে নিহত ৫ ইসরায়েলি সেনা

ট্রাম্প দাবি করেন, সামনের সপ্তাহে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। তবে শুধু ইসরায়েল-হামাস দ্বন্দ্বই নয়, নেতানিয়াহুর সঙ্গে তিনি যে সাম্প্রতিক ইরান সংঘাত নিয়েও কথা বলবেন, সেই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

এর আগেও ইসরায়েল-হামাসের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল। সায় ছিল আমেরিকারও। তবে যুদ্ধের ২১ মাস হতে চললেও এখনও স্থায়ী সমাধান মেলেনি। 

এরই মধ্যে কাতার এবং মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনার আয়োজন করা হয় দোহায়। সাড়ে ৩ ঘণ্টা ধরে বৈঠকটি চলে। তবে সমাধান মেলেনি।

সোমবার আমেরিকা যাওয়ার আগে নেতানিয়াহু সংবাদমাধ্যমকে জানান, তার মূল উদ্দেশ্যই হচ্ছে যত দ্রুত সম্ভব হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্ত করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেকাল-একালের শাকিব খান, বললেন ১১ বছরের উত্থান-পতনের গল্প

সেকাল-একালের শাকিব খান, বললেন ১১ বছরের উত্থান-পতনের গল্প

মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে: প্রধান উপদেষ্টা

মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে: প্রধান উপদেষ্টা

তানজিদ ও লিটনের উন্নতি, শীর্ষে রাজা

তানজিদ ও লিটনের উন্নতি, শীর্ষে রাজা

নির্বাচনের আগে ৪ হাজার এএসআই নিয়োগ হবে

নির্বাচনের আগে ৪ হাজার এএসআই নিয়োগ হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App