মোবাইল ফটোগ্রাফিতে নতুন দিগন্ত
চীনের সাংহাইয়ে ভিভো এক্স৩০০ সিরিজ উন্মোচন
নাজমুল হক ইমন, চীনের সাংহাই থেকে ফিরে
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৬:১২ পিএম
মোবাইল ফটোগ্রাফিতে নতুন দিগন্ত
চীনের প্রাণকেন্দ্র সাংহাইয়ে ১৩ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হলো স্মার্টফোন ব্র্যান্ড ভিভোর বহুল প্রতীক্ষিত এক্স৩০০ সিরিজের উন্মোচন অনুষ্ঠান। এটি শুধু একটি প্রযুক্তি উন্মোচন নয় বরং মোবাইল ফটোগ্রাফির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। সৃজনশীলতা, ডিজাইন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সমন্বয়ে ভিভো আবারও প্রমাণ করল, তারা শুধু স্মার্টফোন নয়, বরং এক নতুন জীবনধারা গড়ে তোলার ব্র্যান্ড।
অনুষ্ঠান ও পরিবেশ
সাংহাই স্টেডিয়ামে আয়োজিত এই লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রযুক্তি সাংবাদিক, ফটোগ্রাফার, গ্যাজেট রিভিউয়ার ও জনপ্রিয় টেক ইনফ্লুয়েন্সাররা। চারদিকজুড়ে ছিল ফিউচারিস্টিক আলোসজ্জা, মঞ্চে বিশাল এলইডি পর্দা এবং ভিভোর স্বাক্ষর রঙের থিম নীল ও সিলভার। অনুষ্ঠান শুরু হয় ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে, যেখানে ভিভো এক্স সিরিজের বিবর্তনের যাত্রা তুলে ধরা হয় এক্স৬০ থেকে এক্স১০০ পর্যন্ত এবং এক্স২০০ নিয়ে ব্যাপক আলোচনা হয় আর সবশেষে এক্স৩০০ সিরিজ নিয়ে চলে বিস্তর আলাপ।
ভিভো এক্স৩০০ এবং এক্স৩০০ প্রো ক্যামেরার সীমা ছাড়িয়ে
ভিভো এক্স৩০০ সিরিজের সবচেয়ে আলোচিত দিক নিঃসন্দেহে এর ক্যামেরা। কোম্পানিটি এবারও জাইসের সঙ্গে যৌথভাবে কাজ করেছে এবং ফলাফল এসেছে অসাধারণ। ভিভো এক্স৩০০ প্রো মডেলে ব্যবহৃত হয়েছে ২০০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং স্যামসাং এইচপি৯ সেন্সর, যা ৪.৩ এক্স অপটিক্যাল জুম এবং ১০০এক্স ডিজিটাল জুম সক্ষমতা দেয়। অন্যদিকে, প্রধান ১ ইঞ্চি সেন্সরটি নিম্ন আলো পরিবেশেও চমৎকার ডিটেইল ও রঙের সঠিকতা ধরে রাখতে পারে।
ভিভো জানিয়েছে, এই সিরিজে তারা ব্যবহার করেছে এআই অরা পোর্ট্রেইট ইঞ্জিন, যা বিষয়বস্তুর মুখমণ্ডল, আলো ও ব্যাকগ্রাউন্ড বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে আলোর তীব্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ফলে দিনের আলো হোক বা মোমবাতির আলো, প্রতিটি ফ্রেমই পেশাদার ফটোগ্রাফির মান বজায় রাখে।

ভিডিওগ্রাফির নতুন সংজ্ঞা
ভিডিও নির্মাতাদের জন্য ভিভো এক্স৩০০ সিরিজকে বলা যায় এক বিপ্লব। এতে রয়েছে ৮কে ভিডিও রেকর্ডিং, এআই নয়েজ রিডিউজ, ডায়নামিক রেঞ্জ ইনহেন্সমেন্ট এবং প্রো সিনেমেটিক মুড। যারা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব কনটেন্ট তৈরি করেন, তাদের জন্য এই ফোনটি কার্যত একটি পকেট স্টুডিও। ভিভোর দাবি, এক্স৩০০ সিরিজ দিয়ে শুধুমাত্র মুহূর্ত বন্দী নয়, গল্প বলা সম্ভব।
ডিজাইন ও নির্মাণে নতুনত্ব
ভিভো এক্স৩০০ এবং ভিভো এক্স৩০০ প্রো- দুটিই এসেছে দুটি আকর্ষণীয় রঙে এলিগেন্ট ব্ল্যাক এবং আর্কটিক ব্লু। ফোনের পেছনের দিকের ট্রান্সপারেন্ট ক্যামেরা মডিউল ডিজাইনটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। এটি দেখতে আধুনিক, আবার একই সঙ্গে ক্লাসিক ফিল দেয়। ফ্ল্যাট-এজ ডিসপ্লে ও আল্ট্রা-থিন বেজেল ফোনটিকে আরও প্রিমিয়াম চেহারা দিয়েছে। ৬.৭৮ ইঞ্চির অ্যামলেট ১২০ হার্জ ডিসপ্লে এবং এইচডিআর ১০+ সাপোর্ট ভিডিও দেখাকে করে তুলেছে এক ভিজ্যুয়াল আনন্দ। ফোনটি আইপি৬৮ রেটেড হওয়ায় পানি ও ধুলাবালি থেকে সুরক্ষিত।
পারফরম্যান্স ও ব্যাটারি
ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, যা গেমিং ও মাল্টিটাস্কিংয়ে দারুণ পারফরম্যান্স দেয়। ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ অপশন পাওয়া যাবে। ৬৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১২০ ওয়াট ফ্ল্যাশচার্জ, যা মাত্র ৩০ মিনিটে ১০০% চার্জ হতে পারে। ভিভো জানিয়েছে, তাদের ব্লুভোল্ট ব্যাটারি টেকনোলজি আগামী পাঁচ বছর পর্যন্ত ব্যাটারির দক্ষতা বজায় রাখতে সক্ষম হবে। এটি নিয়মিত ভ্রমণকারী বা দীর্ঘ সময় বাইরে থাকা ব্যবহারকারীদের জন্য দারুণ উপযোগী।
এআই ও সফটওয়্যার অভিজ্ঞতা
ভিভো এক্স৩০০ সিরিজে রয়েছে ভিভোর নিজস্ব অরিজিন ওএস৫, যেখানে যুক্ত হয়েছে উন্নত এআই ফিচার। এআই নোট এসিস্ট, এআই ট্রান্সস্ক্রিপ্ট, এআই এরেজ ৩.০ এবং এআই এনহেন্সের মতো টুলগুলো দৈনন্দিন কাজকে করে তুলেছে আরও সহজ। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এআই ফোর সিজন পোর্ট্রেট, যা বসন্ত, গ্রীষ্ম, শরৎ ও শীত- এই চার মৌসুমের রঙ ও অনুভূতি অনুযায়ী ফটো ফিল্টার দেয়।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও বাজার সম্ভাবনা
চীনে লঞ্চের পর থেকেই টেক ব্লগার ও বিশ্লেষকদের মধ্যে ভিভো এক্স৩০০ সিরিজ ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। দ্য ভার্জ একে বলেছে, ভিভো ইজ রেডফিনিং মোবাইল অপটিক্স আর অ্যান্ড্রয়েড সেন্ট্রাল জানিয়েছে, দিস ইজ দ্য মোস্ট রেফিনেড ভিভো এক্সপেরিয়েন্স ইয়েট। বিশ্লেষকদের মতে, ভিভো এবার অ্যাপল এবং স্যামসাংয়ের প্রিমিয়াম সেগমেন্টে সরাসরি প্রতিযোগিতায় নামছে। এশীয় বাজারের পাশাপাশি ইউরোপ ও মধ্যপ্রাচ্যে নভেম্বর থেকে ভিভো এক্স৩০০ এবং ভিভো এক্স৩০০ প্রোর বিক্রি শুরু হবে। বাংলাদেশের বাজারে আসার সম্ভাবনা আগামী ডিসেম্বর মাসের শুরুতে।
সাংহাইয়ের এই লঞ্চ ইভেন্ট ভিভোর জন্য শুধুমাত্র একটি প্রোডাক্ট উন্মোচন নয়, বরং এটি একটি স্টেটমেন্ট প্রযুক্তি, ডিজাইন ও মানুষের সৃজনশীলতাকে একত্রে আনতে তারা কতদূর যেতে প্রস্তুত। ভিভো এক্স৩০০ সিরিজ দেখিয়ে দিয়েছে, ভবিষ্যতের স্মার্টফোন শুধু শক্তিশালী ডিভাইস নয়, বরং এটি আমাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য সঙ্গী। প্রযুক্তি প্রেমী, কনটেন্ট ক্রিয়েটর কিংবা সাধারণ ব্যবহারকারী সবার কাছেই ভিভো এক্স৩০০ সিরিজ হতে পারে এক অনুপ্রেরণার নাম।

অরিজিন ওএস ৬ উন্মোচন
চীনের সাংহাইয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো ভিভোর নতুন মোবাইল অপারেটিং সিস্টেম অরিজিন ওএস ৬। স্মার্টফোন ব্যবহারকারীদের আরও মসৃণ, দ্রুত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অভিজ্ঞতা দিতে এই ভার্সনে যোগ হয়েছে বেশ কিছু নতুনত্ব।
নতুন অরিজিন ওএস ৬ ডিজাইন করা হয়েছে হিউম্যান সেন্ট্রিক ধারণাকে সামনে রেখে। এতে ব্যবহারকারীর আচরণ, ব্যবহার সময় এবং প্রয়োজন বুঝে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পারফরম্যান্স ও ব্যাটারি ব্যবহারে ভারসাম্য আনে। ভিভো জানিয়েছে, নতুন ইউআই ডিজাইনে সরলতা ও স্বচ্ছতা বজায় রেখে নতুন রঙের প্যালেট, স্মার্ট ফোল্ডার এবং রিয়েল-টাইম অ্যানিমেশন যুক্ত করা হয়েছে।
অরিজিন ওএস ৬-এ প্রথমবারের মতো সংযোজন করা হয়েছে এআই স্মার্ট সিন ৩.০, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজ যেমন রিমাইন্ডার, আবহাওয়ার তথ্য, ট্রাভেল আপডেট ও নোটিফিকেশন একত্রে সাজিয়ে দেয়। এছাড়া, ভিভো সিকিউর ইঞ্জিন নামে নতুন নিরাপত্তা সিস্টেম যুক্ত হয়েছে, যা ডেটা এনক্রিপশন এবং প্রাইভেসি কন্ট্রোল আরও শক্তিশালী করেছে।
পারফরম্যান্সের দিক থেকে, নতুন সিস্টেমটি আরও দ্রুত অ্যাপ লোডিং টাইম, কম মেমরি ব্যবহার এবং উন্নত ব্যাকগ্রাউন্ড অপ্টিমাইজেশনের প্রতিশ্রুতি দিচ্ছে। গেমারদের জন্য রয়েছে গেম টার্বো মুড ৫.০, যা ল্যাগ-মুক্ত পারফরম্যান্স নিশ্চিত করবে।
সাংহাইয়ের লঞ্চিং ইভেন্টে ভিভো কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মাস থেকেই অরিজিন ওএস ৬ গ্লোবাল ভার্সন পর্যায়ক্রমে ইউরোপ, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বাজারে উন্মুক্ত করা হবে।
ভিভো বিশ্বাস করে, অরইজন ওএস ৬ হবে তাদের ভবিষ্যৎ ইকোসিস্টেমের ভিত্তি যেখানে স্মার্টফোন, ট্যাবলেট, ওয়্যারেবল ও এএলওটি ডিভাইস একত্রে নির্বিঘ্ন অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীদের।
