×

জাতীয়

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০১:১০ পিএম

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি

ছবি: সংগৃহীত

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন দাবি-দাওয়ার বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু করেন হাসপাতালের শতাধিক কর্মচারী। বেলা সাড়ে ১১টা পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ চলতে থাকে। 

কর্মচারীরা জানান, তারা পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়ন, কোভিড, ডেঙ্গু, রানা প্লাজা দুর্ঘটনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা কর্মীদের বাড়তি সুবিধা প্রদান, প্রতি মাসে ৫ তারিখের মধ্যে বেতন প্রদান এবং কর্মচারীদের আত্মীয়দের চিকিৎসায় ৫০ শতাংশ ছাড়—এই দাবিগুলো নিয়ে আন্দোলনে নেমেছেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী স্মৃতি বলেন, আমাদের দাবি নিয়ে আমরা এর আগেও কর্মবিরতি পালন করেছি। সেসময় জুলাই মাসে মেনে নেওয়ার কথা ছিল। কিন্তু সেগুলো মেনে নেয়নি। আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক শামস মোহাম্মদ এনাম বলেন, আমরা কর্মচারীদের সঙ্গে দেখা করেছি। তাদের যুক্তির দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলাপি কমিয়ে আনতে কিছুটা সময় লাগবে: অগ্রণী ব্যাংক চেয়ারম্যান

খেলাপি কমিয়ে আনতে কিছুটা সময় লাগবে: অগ্রণী ব্যাংক চেয়ারম্যান

মুরাদনগরে সেই নারীর ঘটনায় ৪ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

মুরাদনগরে সেই নারীর ঘটনায় ৪ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাবে যা বলল হামাস

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাবে যা বলল হামাস

দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ও পর্তুগিজ তারকা দিয়েগো জোটা

দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ও পর্তুগিজ তারকা দিয়েগো জোটা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App