×

জাতীয়

রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা, ৬ দাবিতে বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১২:২০ পিএম

রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা, ৬ দাবিতে বিক্ষোভ

বাধা উপেক্ষা করে রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় সহপাঠীদের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সেই শোক আর ক্ষোভ নিয়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে স্কুলের সামনের গোলচত্বরে বিক্ষোভে বসেছেন শত শত শিক্ষার্থী।

দাবি একটাই—এ অন্যায়ের বিচার এবং ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থীকে এমনভাবে প্রাণ হারাতে না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা।

শিক্ষার্থীরা ব্যানার–প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান তুলেছেন—‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’। অনেকেই গোলচত্বরে সড়কের ওপর বসে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। পুলিশের একাধিকবার সরে যাওয়ার অনুরোধ উপেক্ষা করে শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন, তারা কোনো সহিংসতা চান না, তবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান থেকে সরে আসবেন না।

আন্দোলনকারীরা বলেন, এত বড় দুর্ঘটনা ঘটলো, অথচ কেউ দায় নিচ্ছে না, কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের বন্ধুরা আর ফিরবে না, তবে এ অবিচারের বিচার আমরা চাই।

আরো পড়ুন : হতাহতদের সব ধরনের সহায়তা নিশ্চিত করছে সরকার: প্রেস উইং

শিক্ষার্থীদের ৬ দফা দাবি: নিহতদের পূর্ণাঙ্গ নাম–ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা দেওয়া, শিক্ষকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, নিহত–আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ, ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করা এবং প্রশিক্ষণ পদ্ধতি ও নিরাপত্তা ব্যবস্থার সংস্কার।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন–বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ‘হায়দার হল’ নামে পরিচিত ভবনটিতে আগুন ধরে যায়।

প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত ২৭ জন, যাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। নিহতদের মধ্যে একজন বিমানটির পাইলট স্কোয়াড্রন লিডার তৌকির এবং আরেকজন কলেজের এক নারী শিক্ষিকা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং দেড়টার কিছু পরই দুর্ঘটনার শিকার হয়।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশে। স্বজনহারা পরিবারগুলো মরদেহের সঠিক তথ্য ও হস্তান্তরের বিষয়ে বিভ্রান্তি ও জটিলতার অভিযোগ তুলছে। শিক্ষার্থীরা বলছেন, দ্রুত সঠিক তালিকা প্রকাশ ও মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সহজ করতে হবে।

ঘটনার পর থেকেই উত্তরায় এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বার্ন ইনস্টিটিউটসহ গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাইলস্টোন ট্র্যাজেডি: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে নীরবতা পালন

মাইলস্টোন ট্র্যাজেডি: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে নীরবতা পালন

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় মাইলস্টোন থেকে বেরোলেন দুই উপদেষ্টা

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় মাইলস্টোন থেকে বেরোলেন দুই উপদেষ্টা

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে মর্মান্তিক প্রাণহানি: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের গভীর শোক

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে মর্মান্তিক প্রাণহানি: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের গভীর শোক

আহতদের চিকিৎসায় ভারতের সহায়তা প্রস্তাব বাংলাদেশ কী গ্রহণ করবে?

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত আহতদের চিকিৎসায় ভারতের সহায়তা প্রস্তাব বাংলাদেশ কী গ্রহণ করবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App