×

জাতীয়

বাঘ দিবস

সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১১:৫৬ এএম

সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা

রয়েল বেঙ্গল টাইগার। ছবি : সংগৃহীত

আজ ২৯ জুলাই, বিশ্ব বাঘ দিবস। ‘মানুষ-বাঘের সুরেলা সহাবস্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার পালিত হচ্ছে দিবসটি। বাঘের বংশবৃদ্ধির অঙ্গীকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বিশ্ব বাঘ দিবসে। বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা ও মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই প্রতি বছর এই দিবসটি পালিত হয়।

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের অপরিহার্য প্রাণ রয়েল বেঙ্গল টাইগার শুধু ইকোসিস্টেমের ভারসাম্যই রক্ষা করছে না, পর্যটকরাও এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে বারবার ছুটে যাচ্ছেন বনের গহীনে। গত দেড় বছরে তিন থেকে চারবার পর্যটকরা সরাসরি বাঘের দেখা পেয়েছেন এবং অনেকে সেই দৃশ্য বন্দি করেছেন ক্যামেরায়।

বাংলাদেশ বন বিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা আশাব্যঞ্জক হারে বেড়েছে। ২০১৮ সালে করা জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ধরা পড়েছিল ১১৪টি। এরপর ২০২৩ সালে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট রেঞ্জের ৬৩৯টি গ্রিডে বসানো হয় ক্যামেরা ট্র্যাপ। সেই জরিপের ভিত্তিতে ২০২৪ সালে প্রকাশিত নতুন প্রতিবেদনে দেখা যায়, বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫-এ, যা প্রায় ১০ শতাংশ বৃদ্ধি।

আরো পড়ুন : জুলাই ঘোষণাপত্র: অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে, থাকছে ৭ নভেম্বর

বন বিভাগের দাবি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, প্রকল্পভিত্তিক কার্যক্রম এবং বাঘ হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এই সাফল্যের মূল চাবিকাঠি। একসময় গুপ্ত শিকারি, বনদস্যু, প্রাকৃতিক দুর্যোগ ও অনিয়ন্ত্রিত চলাচলের কারণে সুন্দরবনের বাঘের সংখ্যা হুমকির মুখে পড়েছিল। সেই সংকট থেকে উত্তরণে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প ও সচেতনতামূলক কার্যক্রম।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানিয়েছেন, বাঘ-মানুষ দ্বন্দ্ব কমাতে ‘ভিলেজ টাইগার রেসপন্স টিম’ গঠন করা হয়েছে এবং খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার প্রায় ৭৪ কিলোমিটার এলাকায় স্থাপন করা হচ্ছে নিরাপত্তা বেষ্টনি (ফেন্সিং)। বাঘের সুপেয় পানি ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ।

বিশেষজ্ঞরা মনে করেন, শুধু সংখ্যা বাড়ালেই হবে না, বাঘের প্রজনন সক্ষমতা, খাদ্যের প্রাপ্যতা এবং নিরাপদ আবাসস্থল টিকিয়ে রাখতে হবে সঠিকভাবে। এসব উদ্যোগ অব্যাহত থাকলে শুধু সুন্দরবনের নয়, দেশের সামগ্রিক জীববৈচিত্র্যেরও উন্নতি হবে। আর সুন্দরবন বাঁচলে বাঁচবে রয়েল বেঙ্গল টাইগার, যার বাঁচার গল্প আজ বিশ্ব বাঘ দিবসে নতুন আশার আলো জ্বেলে যাচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মডেল মেঘনার পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপের ফরেনসিক তৈরির নির্দেশ

মডেল মেঘনার পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপের ফরেনসিক তৈরির নির্দেশ

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ে নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ে নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের

১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি, চূড়ান্ত কবে

১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি, চূড়ান্ত কবে

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ঘুরে-ফিরে চলে আসবে: প্রধান উপদেষ্টা

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ঘুরে-ফিরে চলে আসবে: প্রধান উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App