×

ভিডিও

মাইকেল জ্যাকসনের জীবনীচিত্র আসছে বড় পর্দায়

Icon

ফারজানা হালিমা

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৫:০৮ পিএম

প্রয়াত পপ সম্রাটের জীবন অবলম্বনে হলিউডে তৈরি হচ্ছে বায়োপিক। নাম ‘মাইকেল’। দীর্ঘদিন ধরেই এই বায়োপিকটি নিয়ে চর্চা চলছে। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মনে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে বেঁচে থাকা এই কিংবদন্তির বায়োপিক কবে মুক্তি পাবে? 

অ্যান্টইন ফুকুয়া পরিচালিত এবং জন লোগান রচিত এই ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করবেন তার ভাইয়ের ছেলে  জাফর জ্যাকসন। প্রয়াত মাইকেলের  জীবনের প্রতিটি বাঁক, তার উত্থান-পতনের গল্প এবং সংগীতের প্রতি তার অদম্য ভালোবাসা নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন জাফর। 

বায়োপিকটি প্রযোজনা করছেন গ্রাহাম কিং। শুরু থেকে তারকা হয়ে ওঠার পথ, ব্যক্তিগত জীবনের নানা ঝড় এবং কীভাবে তিনি সারা বিশ্বে ‘পপ কিং’ হিসেবে নিজের প্রভাব বিস্তার করেছিলেন। সবকিছুই বিস্তারিতভাবে তুলে ধরা হবে এই বায়োপিকে।

অবশেষে ২০২৬ সালের ২৪ এপ্রিল  মুক্তি পাবে কিংবদন্তি মাইকেল জেকসনের  বায়োপিক । কথা ছিল, গত এপ্রিলে মুক্তি পাবে। দীর্ঘদিন ধরেই এ নিয়ে কথা চলছে। হলিউডের কিংবদন্তি পপতারকার জীবন নিয়ে সাধারণ মানুষের উৎসাহ ও কৌতূহল অন্তহীন। বায়োপিকটিতে থাকবে মাইকেলের জীবনের সব থেকে চর্চিত দিকগুলো। 

বায়োপিকের শুটিং শেষ হয়ে গিয়েছিল ২০২৪ সালে, পরবর্তীতে  শুটিংয়ের বেশ কিছু অংশ বাদ দিয়ে আবার নতুনভাবে কাজ শুরু হয়। প্রথমে মনে করা হয়েছিল দুটি পর্বে এই বায়োপিক দেখানো হবে। পরে সিদ্ধান্ত হয় দুটি পর্বে নয় বরং একটি পর্বেই মুক্তি পাবে মাইকেল জ্যাকসনের এ বায়োপিক।

মাইকেল জ্যাকসন মাত্র ৫ বছর বয়সেই ‘জ্যাকসন ৫’-এর লিড ভোকালিস্ট হিসেবে সংগীত জগতে পা রাখেন এবং তার অসামান্য গায়কী ও নাচের প্রতিভা দ্রুতই নজর কাড়ে। বিশেষ করে তার একক অ্যালবাম ‘অফ দ্য ওয়াল’, ‘থ্রিলার’, পপ, রক ও সোল সংগীতের এক নতুন ফিউশন তৈরি করে। 

বিপ্লবী মিউজিক ভিডিও ‘থ্রিলার’, ‘বিট ইট’, এবং ‘বিলি জিয়ান’-এর মতো মিউজিক ভিডিওগুলো কেবল গান পরিবেশনার মাধ্যম ছিল না, এগুলোকে ছোট সিনেমায় পরিণত করে এমটিভিকে জনপ্রিয় করে তোলে। 

তার নাচের ভঙ্গিগুলো বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করে এবং অসংখ্য নৃত্যশিল্পী ও শিল্পীকে অনুপ্রাণিত করে। মাইকেল জ্যাকসন শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি জাতিগত বাধা ভেঙে বিশ্বব্যাপী এক আইকনে পরিণত হন। যা তাকে ‘কিং অব পপ’ উপাধি এনে দেয়। মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তা মৃত্যুর দীর্ঘ বছর পর একটুও কমেনি।

এই বায়োপিক জ্যাকসনভক্তদের জন্য নিঃসন্দেহে একটি বিশেষ উপহার হতে চলেছে, যেখান থেকে তারা তাদের প্রিয় তারকার জীবনের অজানা অধ্যায়গুলো জানতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝাল খেলে পেট জ্বলে কেন?

ঝাল খেলে পেট জ্বলে কেন?

বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে: সাদিয়া আয়মান

বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে: সাদিয়া আয়মান

৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র: নাহিদ ইসলাম

৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র: নাহিদ ইসলাম

মডেল মেঘনার পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপের ফরেনসিক তৈরির নির্দেশ

মডেল মেঘনার পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপের ফরেনসিক তৈরির নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App