×

জাতীয়

টানা বৃষ্টিতে ১০ জেলায় বন্যার শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পিএম

টানা বৃষ্টিতে ১০ জেলায় বন্যার শঙ্কা

টানা বৃষ্টিতে অন্তত ১০টি জেলার নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ছবি : সংগৃহীত

টানা ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং অন্তত ১০টি জেলার নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সোমবার (৪ আগস্ট) দুপুরে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ভেতরে বিশেষ করে ঢাকা ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী, আর সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে ভারতের মেঘালয় ও অরুণাচলে টানা বর্ষণে উজানের নদ-নদীতেও পানি বেড়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী ও রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল ক্রমেই বাড়ছে। আগামী দুই দিনের মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, আর ধরলা ও দুধকুমারের পানি সতর্কসীমা ছুঁতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা ও ধরলাতীরবর্তী নিম্নাঞ্চল বন্যাকবলিত হতে পারে। পাশাপাশি গাইবান্ধার কিছু এলাকায়ও সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।

আরো পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ওপরে, শঙ্কায় তিস্তা পাড়ের মানুষ

এদিকে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের সারিপোয়াইন, সোমেশ্বরী, জিঞ্জিরাম, ভুলাই ও কংস নদীর পানি সমতলও বৃদ্ধি পাচ্ছে। মনু, ধলাই ও খোয়াই নদীর পানি কিছুটা কমলেও দুই-তিন দিনের মধ্যে আবার বাড়তে পারে। ফলে সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেনী, মুহুরী, সেলোনিয়া ও রহমতখালি নদীর পানি বাড়ছে। চট্টগ্রাম বিভাগের এসব নদীর পানি আগামী তিন দিন অব্যাহতভাবে বৃদ্ধি পেতে পারে।

এছাড়া গঙ্গা-পদ্মা ও ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি ধীরে ধীরে বাড়লেও তা বিপৎসীমার নিচে থাকছে। গঙ্গা ও পদ্মা নদীর পানি আরও পাঁচ দিন পর্যন্ত ক্রমবর্ধমান থাকতে পারে। ব্রহ্মপুত্র ও যমুনার পানিও অন্তত তিন দিন বাড়বে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাসে নদী তীরবর্তী অঞ্চলের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই অবস্থায় থাকায় হঠাৎ বন্যার ঝুঁকি বেশি বলে সতর্ক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

৫ আগস্টের ঘটনা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন: তারেক রহমান

৫ আগস্টের ঘটনা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন: তারেক রহমান

৫ আগস্ট জাতির পুনর্জাগরণের দিন: ড. ইউনূস

৫ আগস্ট জাতির পুনর্জাগরণের দিন: ড. ইউনূস

‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চে আবেগঘন মুহূর্ত, এক হলেন দেব-শুভশ্রী

‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চে আবেগঘন মুহূর্ত, এক হলেন দেব-শুভশ্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App