×

জাতীয়

বিমানবন্দর থেকে আরো ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ পিএম

বিমানবন্দর থেকে আরো ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

গত মাসে দুই দফায় মোট ২১৯ বাংলাদেশিকে একইভাবে ফেরত পাঠিয়েছিল মালয়েশিয়া। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরো ২৬ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। মঙ্গলবার (৫ আগস্ট) বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে পৌঁছানোর পরই তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এক বিবৃতিতে জানায়, ঢাকা থেকে দুটি পৃথক ফ্লাইটে ওই বাংলাদেশিরা মালয়েশিয়ায় পৌঁছান। তবে তাদের আগমনের ধরন, সময় ও কাগজপত্র দেখে সন্দেহ তৈরি হয়। বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মনিটরিং ইউনিট তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়।

একেপিএস জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে তাদের প্রবেশ পরিকল্পিতভাবে সংগঠিত হয়েছিল। এই কাজে তৃতীয় কোনো পক্ষ সক্রিয় ভূমিকা রেখেছে বলেও সন্দেহ করা হচ্ছে। তাদের ভ্রমণের উদ্দেশ্য ও নথিপত্র অসামঞ্জস্যপূর্ণ ও সন্দেহজনক ছিল। তাছাড়া, মালয়েশিয়ায় প্রবেশের জন্য যেসব শর্ত পূরণ করতে হয়, তাও তারা করতে পারেননি।

আরো পড়ুন : এক বছরে বাধ্যতামূলক অবসরে ২৯, পদোন্নতি ১ হাজার ৫৪৯ জন কর্মকর্তার

এর আগে গত মাসে দুই দফায় মোট ২১৯ বাংলাদেশিকে একইভাবে ফেরত পাঠিয়েছিল মালয়েশিয়া। এই ঘটনার প্রেক্ষিতে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ আরো কঠোর নজরদারি চালানোর ঘোষণা দিয়েছে। বিশেষ করে যেসব যাত্রী দলবদ্ধভাবে একসঙ্গে প্রবেশের চেষ্টা করছেন তারা নজরদারির আওতাভূক্ত।

একেপিএস আরো জানায়, যাচাই-বাছাই শেষে পরবর্তী ফ্লাইটেই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ায় বৈধ উপায়ে প্রবেশ ও অবস্থান নিশ্চিত করতে সব যাত্রীকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১২ মাসে সরকারের ১২ সাফল্য জানালেন প্রেস সচিব

১২ মাসে সরকারের ১২ সাফল্য জানালেন প্রেস সচিব

অবশেষে জানা গেল সঞ্জয় কাপুরের মৃত্যুর আসল কারণ!

অবশেষে জানা গেল সঞ্জয় কাপুরের মৃত্যুর আসল কারণ!

কোনো আপস নয়, মার্কিন শুল্ক বাড়ানোর জবাবে মোদী

কোনো আপস নয়, মার্কিন শুল্ক বাড়ানোর জবাবে মোদী

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেপ্তার

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App