‘বাংলাদেশ জেলের’ নতুন নাম ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৪:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ রাখার উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি জানান, কারাগার কেন্দ্রীক সংশোধনের ওপর গুরুত্বারোপের জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে কারা মহাপরিদর্শক বলেন, বাকি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।
সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, তীব্র জনবল সংকটের সমস্যা কাটিয়ে উঠার লক্ষ্যে সরকার কর্তৃক নতুন জনবলের অনুমোদন প্রদান করা হয়েছে। আরও দেড় হাজার জনবলের চাহিদা প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বন্দিদের সেবার মান উন্নত করতে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বন্দিরাও মাঝে মাঝে কারা মহাপরিদর্শককে ফোন করে থাকেন এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।