জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৭:৩৪ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হক নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় জাতীয় পার্টির (জাপা) ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। রোববার (৩১ আগস্ট) নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যেহেতু রিফাইন্ড আওয়ামী-লীগের পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তাই জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। জাতীয় পার্টি হচ্ছে সুনির্দিষ্ট ফ্যাসিবাদী। আমরা দেখেছি, কিভাবে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি।
তিনি বলেন, জাতীয় পার্টি হচ্ছে চিহ্নিত স্বৈরাচার শক্তি। আওয়ামী ফ্যাসিবাদী জাতীয় সংসদকে বারবার বৈধতা দিয়েছে তারা। চিহ্নিত ফ্যাসিবাদী সংগঠনকে কেউ যদি সমর্থন দেয়ার চেষ্টা করে, তাহলে সরকারের পক্ষ থেকে সেটা সমর্থন করা হবে না।
একইসঙ্গে জনগণও রুখে দাঁড়াবে বলে মনে করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া নুরুল হক নূরের ওপর যেভাবে হামলা হয়েছে তা আওয়ামী লীগের সময়েও ঘটেনি বলে মন্তব্য করেন তিনি। ফলে এর দায় অন্তর্বর্তীকালীন সরকারের বলে জানান উপদেষ্টা।