×

জাতীয়

জাতীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, আচরণবিধি লঙ্ঘনে দণ্ড বাড়ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পিএম

জাতীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, আচরণবিধি লঙ্ঘনে দণ্ড বাড়ছে

নির্বাচন কমিশন (ইসি) ভবন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় আর ব্যবহার করা যাবে না পোস্টার। প্রতিটি প্রার্থী তার সংসদীয় আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নতুন করে এই বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আচরণবিধি অনুযায়ী, নির্বাচনের দিন ও প্রচারের সময় ড্রোন, কোয়াড কপ্টার বা এ ধরনের যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বিলবোর্ডের আকার সর্বোচ্চ দৈর্ঘ্যে ১৬ ফুট ও প্রস্থে ৯ ফুট নির্ধারণ করা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণীত এই বিধিমালা বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি।

আরো পড়ুন : আপিল বিভাগে বহাল তারেক রহমান-বাবরের খালাসের রায়

নতুন বিধিমালায় আরো বলা হয়েছে, নারীদের সাইবার বুলিং প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রার্থী বিদেশ থেকে সশরীরে প্রচারণা চালাতে পারবেন না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালানো হলে তার বিরুদ্ধেও শাস্তি প্রযোজ্য হবে।

এছাড়া আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি কঠোর করার প্রস্তাব দিয়েছে ইসি। এতে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত হয়েছে। জরিমানার পরিমাণ আগের ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ছয় মাসের কারাদণ্ডের বিধান বহাল রাখা হয়েছে।

জানা গেছে, আচরণবিধির পুরোনো বেশিরভাগ ধারা বহাল রাখা হলেও এবার বেশ কিছু নতুন ধারা যুক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিনপিংয়ের ভাষণে ট্রাম্পের অসন্তোষ, বললেন- ‘আমরা চীনকে সাহায্য করেছি’

জিনপিংয়ের ভাষণে ট্রাম্পের অসন্তোষ, বললেন- ‘আমরা চীনকে সাহায্য করেছি’

অক্ষয়-রাভিনার গোপন বাগদান ভাঙল যে কারণে

অক্ষয়-রাভিনার গোপন বাগদান ভাঙল যে কারণে

হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ

চানখারপুলে ৬ হত্যা হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ

সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App