×

জাতীয়

স্বাস্থ্য উপদেষ্টার উচিত দায়িত্ব থেকে সরে যাওয়া : রাশেদ খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম

স্বাস্থ্য উপদেষ্টার উচিত দায়িত্ব থেকে সরে যাওয়া : রাশেদ খান

রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের উচিত দায়িত্ব থেকে সরে দাঁড়ানো। তিনি বলেন, অসুস্থ অবস্থায় দায়িত্ব নেয়া ও জনগণের প্রত্যাশা পূরণ করা তার পক্ষে সম্ভব নয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। তিনি আগে কখনো বাংলাদেশের চিকিৎসার ওপর আস্থা রাখতে পারেননি। ক্যান্সারসহ শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত চিকিৎসা বা ফলোআপ করানো প্রয়োজন।

তিনি আরও বলেন, উপদেষ্টা ডাক্তার নন, বিশেষজ্ঞও নন। তাই শারীরিক অসুস্থ অবস্থায় তার কাছে চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন আশা করা উচিত নয়। বরং তাকে দায়িত্বে বসিয়ে বোঝা বাড়ানো হয়েছে, যা তার অসুস্থতাকেই তীব্র করেছে। এটি তার দোষ নয়, বরং যারা তাকে দায়িত্বে বসিয়েছে তাদের দোষ।

রাশেদ খান মনে করেন, নূরজাহান বেগমের উচিত দায়িত্ব থেকে সরে গিয়ে বাকি জীবন চিন্তামুক্তভাবে কাটানো। অন্যথায় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি আরও অসুস্থ হয়ে পড়বেন। তিনি তার সুস্থতা কামনা করেছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাস্থ্য উপদেষ্টার উচিত দায়িত্ব থেকে সরে যাওয়া : রাশেদ খান

স্বাস্থ্য উপদেষ্টার উচিত দায়িত্ব থেকে সরে যাওয়া : রাশেদ খান

ট্যাগিংয়ের রাজনীতি ছাড়তে না পারলে শুধু দল নয়, দেশও ক্ষতিগ্রস্ত হবে

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান ট্যাগিংয়ের রাজনীতি ছাড়তে না পারলে শুধু দল নয়, দেশও ক্ষতিগ্রস্ত হবে

সংগীতশিল্পী দীপ আর নেই

সংগীতশিল্পী দীপ আর নেই

সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল : অর্থ উপদেষ্টা

সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল : অর্থ উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App