×

জাতীয়

সেই মার্কিন নাগরিককে রিসিভ করে পুলিশ কর্মকর্তা, হোটেল ভাড়া দেন জাপা নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পিএম

সেই মার্কিন নাগরিককে রিসিভ করে পুলিশ কর্মকর্তা, হোটেল ভাড়া দেন জাপা নেতা

ছবি : সংগৃহীত

বিদেশি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দেওয়া এনায়েত করিম ওরফে মাসুদ করিম চৌধুরীকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন পুলিশের এক পদস্থ কর্মকর্তা। শুধু তাই নয়, তার নিরাপত্তায় একজন পুলিশ সদস্যকে দেহরক্ষী হিসেবে নিয়োজিত করেছিলেন পুলিশের ডিআইজি পদমর্যাদার আরেক কর্মকর্তা।

গ্রেপ্তারের সময় ওই দেহরক্ষী এনায়েত করিমের সঙ্গে ছিলেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হলেও সংশ্লিষ্ট ডিআইজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

গত ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে এনায়েত করিম টানা দুদিন ছিলেন একটি পাঁচ তারকা হোটেলে। ওই হোটেলের বুকিং ও ভাড়া পরিশোধ করেছিলেন জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব পরিচয় দেওয়া কাজী মামুনুর রশিদ।

গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে এনায়েত করিম এসব তথ্য দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে গত শনিবার তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় এবং ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন রমনা থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়, যা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত সোমবার ওই মামলায় আদালত তাকে রিমান্ডে নিয়ে ৪৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। তার কাছ থেকে জব্দ হওয়া পাসপোর্ট অনুযায়ী, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, এনায়েত করিমকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যে তার সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। পর্যাপ্ত প্রমাণ মিললে তাদেরও আইনের আওতায় আনা হবে।

একাধিক সূত্র জানায়, ২০ বছরের বেশি সময় ধরে দক্ষিণ এশিয়ার প্রধান গোয়েন্দা কর্মকর্তা সেজে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রতারণা চালাচ্ছিলেন এনায়েত করিম। কখনো ক্ষমতায় বসানোর স্বপ্ন দেখিয়ে, কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল ডিনারে আমন্ত্রণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নেন।

অভিযোগ রয়েছে, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগেও তিনি বিভিন্ন নেতার কাছ থেকে অর্থ নিয়েছিলেন। এমনকি ২০১৮ সালের পরও বিএনপিপন্থী এক সাংবাদিক নেতা এবং নবগঠিত একটি রাজনৈতিক দলের নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে প্রতারণা চালিয়ে যান। এ দুই ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ এখনো বিদ্যমান।

এর আগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ও প্রতারণার অভিযোগে চট্টগ্রাম বিমানবন্দরে একবার গ্রেপ্তার হয়েছিলেন এনায়েত করিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের

আসন্ন নির্বাচনে ঋণগ্রস্ত ও কোটিপতি তালিকায় শীর্ষে বিএনপি: টিআইবি

আসন্ন নির্বাচনে ঋণগ্রস্ত ও কোটিপতি তালিকায় শীর্ষে বিএনপি: টিআইবি

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের বিচার শুরুর আদেশ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের বিচার শুরুর আদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App