কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা আছে: সিইসি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম
-AM-Nasir-Uddin-68d7c4c8c2067.jpg)
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন। শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন–২০২৫’-এ যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, কমিশন বহু দৃশ্যমান এবং অদৃশ্যমান বিষয় নিয়ে কাজ করছে। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো দলের পক্ষ হয়ে কাজ করা যাবে না। বেআইনি কোনো নির্দেশনা কমিশন থেকে আসবে না। আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে, তাই বিশেষভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ায় আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে সবচেয়ে চ্যালেঞ্জের।
আরো পড়ুন : সফরে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে
অন্য কমিশনাররা কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, এবারের নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন যেন প্রহসনে পরিণত না হয়, সে জন্য পছন্দের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে এর দায়ভার তাকেই নিতে হবে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ১০ মাস ১০ দিনে কমিশন প্রমাণ করেছে যে কমিশনের মেরুদণ্ড আছে। কমিশন শক্ত অবস্থানে থেকে কাজ করছে এবং কারো প্রতি রাগ-অনুরাগ বা বিরাগভাজন হয়ে কাজ করছে না।
নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কর্মকর্তাদের সতর্ক করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কমিশনের ওপর একটি আমানত। ইহকালে এর জবাবদিহি করতে হবে, পরকালেও এর জবাব দিতে হবে। নির্বাচনের ব্যাপারে কমিশনের পিঠ দেয়ালে ঠেকে গেছে, ভালো নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নেই।
সম্মেলনে অংশ নেওয়া কর্মকর্তারা ভোটের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কমিশনকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং একইসঙ্গে নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
সম্মেলনে সারাদেশ থেকে প্রায় সাড়ে আটশ উপজেলা, জেলা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অংশ নেন।