×

জাতীয়

সংকটময় মুহূর্তে দেশ, ভবিষ্যৎ নির্ধারণ করবে আসন্ন নির্বাচন: সিইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০১:০৫ পিএম

সংকটময় মুহূর্তে দেশ, ভবিষ্যৎ নির্ধারণ করবে আসন্ন নির্বাচন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে, এবং দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ভর করবে আসন্ন জাতীয় নির্বাচনের ওপর।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার ও ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া এবং আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনও একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সবার অংশগ্রহণ অপরিহার্য।

এ এম এম নাসির উদ্দিন বলেন, আসন্ন নির্বাচনী কার্যক্রমে প্রায় ১০ লাখ মানুষ যুক্ত থাকবেন। এর আওতায় জেলখানায় থাকা বন্দী ভোটার এবং প্রবাসীদের জন্যও ভোটের সুযোগ রাখা হয়েছে, যা বিশেষ রেজিস্ট্রেশন অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

আরো পড়ুন : প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

আনসার সদস্যদের ভূমিকার প্রশংসা করে এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন পরিচালনায় আনসার সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংখ্যার দিক থেকে এটি দেশের সর্ববৃহৎ বাহিনী। তাই তাদের কেবল আগের ধারা অনুসরণ করলেই চলবে না; দায়িত্ব পালনে সীমারেখা ছাড়িয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তি বা অপপ্রচার চালানোর সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর-৩ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ

নগরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা স্কিম চালু

নগরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা স্কিম চালু

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ইসলাম

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ইসলাম

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App