×

জাতীয়

আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল ইতিবাচক : প্রেস সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম

আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল ইতিবাচক : প্রেস সচিব

শফিকুল আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহল থেকে ইতিবাচক সাড়া মিলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক রূপান্তর ঘটবে এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা করছে আন্তর্জাতিক মহল।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা শহরের নান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

শফিকুল বলেন, আমরা চাই যে আমাদের সমস্ত জনগোষ্ঠী, আমাদের মুসলমান ভাই-বোন, হিন্দু ভাই-বোন, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাই যেন সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সেজন্যে আমরা চেষ্টা করব। আসন্ন নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সরকার ও নির্বাচন কমিশন ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে।

তিনি বলেন, মাগুরা জেলার ৩০১টি ভোটকেন্দ্র জানুয়ারি মাসের মধ্যে সরাসরি সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কাজ চলছে। ইতোমধ্যে জেলায় ৮শ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এমনিভাবে দেশের প্রতিটি জেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়ে গেছে। বিপুল সংখ্যক জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এসময় তিনি আওয়ামী লীগকে চরম ফ্যাসিবাদী আখ্যায়িত করে তাদের সময়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আওয়ামী লীগ একদলীয় ফ্যাসিজম চালু করেছিলে। সে সময় আওয়ামী লীগ যুবলীগ না করলে কাউকে চাকরি দেয়া হতো না।

তিনি বলেন, দেশের বাইরে থেকে তারা ভয়ংকর মিথ্যাচার প্রচার করছে। ৩ হাজার পুলিশ সদস্যের হত্যার বিষয়টিকে আওয়ামী লীগের চরম মিথ্যাচার। তাদের আর সময় নেই।

মন্দির পরিদর্শনের সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন-নিতাই গৌড় গোপাল, সেবাশ্রমের অধ্যক্ষ চিন্ময়ানন্দ দাস ব্রহ্মচারী, তরুণ ভৌমিকসহ অন্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিপিএলে বিদেশি ক্রিকেটারের বিশ্বরেকর্ড

বিপিএলে বিদেশি ক্রিকেটারের বিশ্বরেকর্ড

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল ইতিবাচক : প্রেস সচিব

আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল ইতিবাচক : প্রেস সচিব

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App