প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস নিরাময় সম্ভব
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম
ছবি: ভোরের কাগজ
শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব। এজন্য যে কোন একজন ডায়াবেটিস রোগী প্রতিদিন মাত্র আড়াই ঘণ্টা সময় শরীরের পেছনে ব্যয় করে সারাজীবন ডায়াবেটিস মুক্ত থাকতে পারবেন। এমনই একজন ব্যক্তি নিজে প্রাকৃতিকভাবে ডায়াবেটিস মুক্ত হয়ে উদ্ভাবন করেছেন প্রাকৃতিকভাবে ডায়াবেটিস নিরাময়ের ফর্মুলা।
রাজধানীর যাত্রাবাড়ীর বাসিন্দা মো. আজিজুর রহমান মিন্টু শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক প্রেস কনফারেন্সে প্রাকৃতিকভাবে ডায়াবেটিস নিরাময়ের ফর্মুলা তুলে ধরেন।
মিন্টু বলেন, ২০১৭ সালে তার প্রথম ডায়াবেটিস ধরা পড়ে। প্রাথমিক পর্যায়ে কয়েক বছর শরীর চর্চা ও খাদ্যাভ্যাসের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন। কিন্তু সময়ের ব্যবধানে শরীরে নানাবিধ সমস্যা দেখা দিতে থাকে। এক পর্যায়ে তিনি শুধু নিয়ন্ত্রণ নয়, কি উপায়ে ডায়াবেটিস নিরাময় করা যায়, তা নিয়ে সাধনা করতে থাকেন। প্রতিদিন একঘণ্টা হাটা এবং নিয়ম করে প্রাকৃতিক খাবার গ্রহণ করে এক বছরের মধ্যে ডায়াবেটিস মুক্ত হয়েছেন তিনি। প্রাকৃতিক খাবার হিসেবে তিনি বেছে নেন মেথি, মৌরি, জোয়ান, কালিজিরা, আদা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোল মরিচ, হলুদ ও মধুসহ নানা প্রাকৃতিক খাবার। এই খাবারগুলো বিভিন্ন ধাপে রুটিন করে খেয়েছেন।
মিন্টু বলেন, যাদের ডায়াবেটিস খাওয়ার পর সুগার লেভেল ১৮ এর নিচে থাকে তারা একভাবে এবং যাদের খাবারের পরে সুগার লেভেল ২৫ এর উপরে থাকে তাদের আরেক ধাপে এই প্রাকৃতিক খাবারগুলো গ্রহণ করতে হবে। এছাড়া যারা ডায়াবেটিস আক্রান্ত নন, তারাও এই প্রাকৃতিক খাবার খেয়ে সারাজীবন ডায়াবেটিস মুক্ত থাকতে পারবেন।
তিনি বলেন, ওষুধ সেবন করে নিয়ন্ত্রণ না করে শুধুমাত্র প্রাকৃতিক খাবার খেয়ে এবং সঠিক জীবনযাত্রার মাধ্যমে ডায়াবেটিস নিরাময় করে যে কেউ সারাজীবন সুস্থ থাকতে পারবেন। যে কোন ব্যক্তি বা ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি এই বিষয়ে তার পরামর্শ বা সাহায্য নিতে পারবেন।
