×

অন্যান্য

নুরের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ঢামেক পরিচালক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

নুরের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ঢামেক পরিচালক

ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের শর্ট মেমোরি লস হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। তিনি বলেন, এ ধরনের আঘাতে মেমোরি লস হওয়ার সম্ভাবনা নেই।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক প্রশাসনিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, নুর প্রথম দিন হাসপাতালে ভর্তি হওয়ার পর জরুরি বিভাগ থেকে সরাসরি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের ছয় সদস্যের মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এবং বোর্ডের পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি মোটামুটি স্থিতিশীল আছেন এবং অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে।

আরো পড়ুন : নুরুল হক নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

ঢামেক পরিচালক বলেন, নুরের নাকের হাড় ভাঙায় মাঝে মাঝে রক্তপাত হচ্ছে। এ ধরনের ব্লিডিং কয়েক দিন চলতে পারে, তবে এতে ভয়ের কিছু নেই। তার নাকে তিনটি আঘাত রয়েছে, তবে হাড়গুলো স্থানচ্যুত হয়নি। সাধারণত এমন ইনজুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে। চোখে আঘাত থাকলেও সেখানে রক্তক্ষরণ হয়নি এবং চোখও ভালো আছে।

তিনি জানান, চিকিৎসকদের প্রথম উদ্বেগ ছিল মাথায় আঘাত নিয়ে। তবে আইসিইউতে থাকার সময় আরেকটি সিটি স্ক্যান করা হলে দেখা যায়, সামান্য যে রক্তক্ষরণ ছিল তা প্রায় সেরে গেছে। ফলে এখন তার অবস্থা স্থিতিশীল।

তিনি আরো জানান, গতকাল রাত থেকে নুরের জ্বর ও সর্দি-কাশির উপসর্গ দেখা দিয়েছে। এ কারণে মেডিসিন বিভাগের প্রধান তাকে দেখেছেন এবং কয়েকটি পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে, নুরের পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্নীতিবাজ রাজনীতির অবসান: এক জাতীয় অঙ্গীকার

দুর্নীতিবাজ রাজনীতির অবসান: এক জাতীয় অঙ্গীকার

ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম ক্যামব্রিজ: শিক্ষার মানের এক সঙ্কট এবং সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম ক্যামব্রিজ: শিক্ষার মানের এক সঙ্কট এবং সম্ভাবনা

নেপালে ‘জেন জি’দের বিক্ষোভে নিহত ১৩, কারফিউ জারি, সেনা মোতায়েন

নেপালে ‘জেন জি’দের বিক্ষোভে নিহত ১৩, কারফিউ জারি, সেনা মোতায়েন

উত্তরায় খাল পরিষ্কার কার্যক্রম: মুহাম্মদ আফাজ উদ্দিনের সক্রিয় অংশগ্রহণ

উত্তরায় খাল পরিষ্কার কার্যক্রম: মুহাম্মদ আফাজ উদ্দিনের সক্রিয় অংশগ্রহণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App