×

অন্যান্য

ডাকসুতে ভরাডুবি নিয়ে হতাশা প্রকাশ এনসিপি নেতাদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

ডাকসুতে ভরাডুবি নিয়ে হতাশা প্রকাশ এনসিপি নেতাদের

গণঅভ্যুত্থানের পর প্রথম ডাকসু নির্বাচনে এমন ভরাডুবি এনসিপি নেতাদের গভীরভাবে ভাবাচ্ছে। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ছাত্র সংগঠনের প্যানেলের ভরাডুবি নিয়ে হতাশা প্রকাশ করেছেন দলের কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয় এনসিপির নির্বাহী কাউন্সিলের বৈঠক। সেখানে ডাকসু নির্বাচনে প্রত্যাশিত ফল না আসায় নেতারা হতাশা প্রকাশ করেন। তবে তারা ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন।

রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের অস্থায়ী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের মূল এজেন্ডা ছিল জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি। তবে বৈঠকে ঘুরেফিরে আলোচনায় আসে ডাকসু নির্বাচনে পরাজয়ের প্রসঙ্গ।

আরো পড়ুন : আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচনে জিতেছে শিবির: মির্জা আব্বাস

কেন্দ্রীয় সংসদে একজনও প্রার্থী বিজয়ী না হওয়ায় বৈঠকে এর পেছনের বিভিন্ন কারণ তুলে ধরেন নেতারা। বৈঠক সূত্রে জানা যায়, গণঅভ্যুত্থানের পর প্রথম ডাকসু নির্বাচনে এমন ভরাডুবি এনসিপি নেতাদের গভীরভাবে ভাবাচ্ছে। একইসঙ্গে তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে গণপরিষদের দাবি জোরদার করার দিকেও আলোকপাত করেন।

সভায় উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ নির্বাহী কাউন্সিলের অন্যান্য নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমান শাহর মৃত্যুর চাঞ্চল্যকর রহস্য প্রকাশ!

সালমান শাহর মৃত্যুর চাঞ্চল্যকর রহস্য প্রকাশ!

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ড. ইউনূসের অভিনন্দন

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ড. ইউনূসের অভিনন্দন

নির্বাচন কমিশনের এক সদস্যের পদত্যাগ

জাকসু নির্বাচন নির্বাচন কমিশনের এক সদস্যের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App