×

রাজনীতি

নির্বাচন পেছাতে ‘সংস্কার বিচারের’ নামে এখনও ষড়যন্ত্র চলছে: আমিনুল হক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১০:২৮ পিএম

নির্বাচন পেছাতে ‘সংস্কার বিচারের’ নামে এখনও ষড়যন্ত্র চলছে: আমিনুল হক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অভিযোগ করেছেন, দেশের ভেতরে একটি মহল 'সংস্কার ও বিচারের' নাম করে জাতীয় নির্বাচন পেছাতে চায়। নতুন একটি দল পরিকল্পিতভাবে অপকর্ম ও হত্যাযজ্ঞ চালিয়ে এর দায় বিএনপির ওপর চাপিয়ে দিতে চায়।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মৌন মিছিল পূর্ব সমাবেশে’ সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

আমিনুল হক বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে—এই প্রত্যাশায় সারা দেশের মানুষ অপেক্ষা করছে। নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র জোরদার হয়েছে। আমরা চাই একটি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। জনগণ দ্রুত নির্বাচন চায়, কোনো প্রকার দেরি বা নাটক চায় না।

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও আমরা দেখেছি—গণতন্ত্রের অধিকারের জন্য মানুষকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। বিএনপি চায় না আর কোনো রক্ত ঝরুক। আমরা চাই একটি পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, যেখানে জনগণের ভোটাধিকার থাকবে।

গণমাধ্যম নিয়ে কথা বলতে গিয়ে আমিনুল হক বলেন, স্বৈরাচার সরকারের সময়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। সাংবাদিকরা সত্য কথা বলতে পারতেন না। এখন আপনারা স্বাধীনভাবে লিখতে ও বলতে পারছেন। বিএনপি বিশ্বাস করে, ভবিষ্যতেও কেউ আপনাদের সত্য কথা বলায় বাধা দিতে পারবে না।

সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। সমাবেশ শেষে মৌন মিছিলটি মিরপুর ১১,১০ নম্বর গোল চত্বর দিয়ে কাজীপাড়া হয়ে শেওড়াপাড়ায় গিয়ে শেষ হয়। 

মৌন মিছিলে বিএনপির স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদী আমিন, স্বেচ্ছাসেবকদল সভাপতি এসএম জিলানী, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহীন, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, ছাত্রদল সভাপতি মো. নাছির উদ্দীন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, তহিরুল ইসলাম তুহিন, মো. শাহআলম, মাহাবুব আলম মন্টু, বিএনপি নেতা কামাল জামান মোল্লা, দারুসসালাম থানা বিএনপি আহ্বায়ক এসএ সিদ্দিক সাজুসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ টি থানা ও ৭১ টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে স্টারলিংক চালু, কার্যকর সহায়তা পাওয়ায় প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট

বাংলাদেশে স্টারলিংক চালু, কার্যকর সহায়তা পাওয়ায় প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট

মাস্ক-ও’ডোনেল-মামদানির নাগরিকত্ব বাতিল করবেন ট্রাম্প?

মাস্ক-ও’ডোনেল-মামদানির নাগরিকত্ব বাতিল করবেন ট্রাম্প?

গোপালগঞ্জে কারফিউ, গ্রেপ্তার ১৬৪ 

গোপালগঞ্জে কারফিউ, গ্রেপ্তার ১৬৪ 

গলা বসে গেলে যা করবেন

গলা বসে গেলে যা করবেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App