×

রাজনীতি

গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হবেই, কিন্তু এর সীমা থাকা দরকার: মির্জা ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৫:৩৯ পিএম

গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হবেই, কিন্তু এর সীমা থাকা দরকার: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রে কাদা ছোঁড়াছুঁড়ি হবেই, অনেক কথা আসবেই। কিন্তু এটার একটা সীমা থাকা দরকার। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এ কথা তো সত্য যে কাজটা ছিল অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেয়ার। সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম... কতটা সংস্কার কমিশন যেন তৈরি করা হয়েছে আমার ঠিক জানা নাই। ১১টার ছয়টা বোধ হয় অ্যাকটিভ। এখন এই ১১টা থেকে ছয়টায় আসার পরও তারা মনে করে এটা খুবই সামান্য।

তিনি বলেন, তারা দেশকে ম্যাজিকেল দেশ তৈরি করতে চায়। খুব ভালো কথা। কিন্তু আমরা তো চাই দেশের জনগণের মধ্য থেকে আসুক। আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি সরকারের কাছ থেকে আমরা সে জিনিসটা দেখতে পাই নাই।

৫ আগস্টের পরে পল্টনের সামনে এক সভায় তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করায় খুব সমালোচনা হয়েছিল বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, বিএনপি এতো অস্থির হয়ে গেছে, মির্জা ফখরুল এতে অস্থির হয়ে গেছে কেন ক্ষমতায় যাওয়ার জন্য–– আসলে এখন আপনারাই বলছেন ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়। যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।

মানুষের কথা বলার জন্য সরকারে কোনো প্রতিনিধি নেই বলে মন্তব্য করেন বিএনপি নেতা। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বোঝাপড়া না থাকলে তিক্ততার সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে মৌলিক বিষয়গুলোর সমাধান করে অতি দ্রুত ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 নিউইয়র্কবাসীর হৃদয় জিতে বিদায় নিলেন দিদারুল

নিউইয়র্কবাসীর হৃদয় জিতে বিদায় নিলেন দিদারুল

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কূটনৈতিক বিজয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কূটনৈতিক বিজয়

  খাবারের জন্য ১২ কিমি. হেঁটে আসা শিশুকে গুলি করে হত্যা

খাবারের জন্য ১২ কিমি. হেঁটে আসা শিশুকে গুলি করে হত্যা

ট্রাম্পের হুমকির পর রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত

ট্রাম্পের হুমকির পর রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App