মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৬:০২ পিএম

ছবি: সংগৃহীত
মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দেখতে গিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় তারা হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজখবর নেন। জামায়াত নেতারা তার আশু আরোগ্যের জন্য আল্লাহতাআলার নিকট দোয়া করেন। এসময় ডা. তাহের সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত ব্রিফ করেন।
জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। এছাড়া এসময় তাদের সঙ্গে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাতসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।