×

ধর্ম

ফিলিস্তিনিদের জন্য ২৬ লাখ টাকা দিলো বাইতুল আমান মসজিদ কমিটি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১১:০৯ পিএম

ফিলিস্তিনিদের জন্য ২৬ লাখ টাকা দিলো বাইতুল আমান মসজিদ কমিটি

ছবি: ভোরের কাগজ

ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালো ঢাকা উত্তরা ১৪ নম্বর সেক্টরের বাইতুল আমান জামে মসজিদ কমিটি। যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জন্য ২৬ লাখ টাকা অনুদান দিয়েছে এই মসজিদ কমিটি।

সোমবার (২৬ মে) এক আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অনুদান হস্তান্তর করা হয়। অনুদানটি হস্তান্তর করা হয়েছে মোহাম্মদপুরস্থ হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনকে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ মীকাইল করীম। তিনি বলেন, যতদিন গাজার সংকট নিরসন না হবে, ততদিন আমাদের কার্যক্রম চলমান থাকবে। গাজার জন্য এখন খাদ্য, পানি, চিকিৎসা ও তাঁবু অত্যন্ত জরুরি।

ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ রজীবুল হক বলেন, বাংলাদেশিদের উদ্যোগে গাজায় খাবার, চিকিৎসা, ঘরবাড়ি ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। তাঁবু নির্মাণ ও কুরবানির ব্যবস্থাও নেয়া হয়েছে। ফিলিস্তিনের মানুষ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের জন্য দোয়া করছেন।

মসজিদ কমিটির সভাপতি মুহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, ইসরায়েলি হামলার শুরু থেকেই আমরা চেষ্টা করেছি গাজার মানুষের পাশে থাকার। হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশন প্রতিদিন গাজার হাজার হাজার মানুষকে রান্না করা খাবার সরবরাহ করছে।

তিনি আরও জানান, গাজার খান ইউনুস, দেইর আল বালাহ, মাওয়াসি কারারা ও উত্তর গাজার মতো বিধ্বস্ত এলাকাগুলোতে খাবার পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আমীর হামজা। এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও মসজিদ কমিটির সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের ক্ষণগণনা শুরু

আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের ক্ষণগণনা শুরু

সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির

সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির

তিন বিভাগে বাড়তে পারে শীত, কুয়াশার শঙ্কা

তিন বিভাগে বাড়তে পারে শীত, কুয়াশার শঙ্কা

নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App