রাশিয়ায় ভূমিকম্প, সুনামি সতর্কতায় ১৪ দেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৩:৫০ পিএম

ছবি : সংগৃহীত
রাশিয়ায় শক্তিশালী ৮.৮ মাত্রার ভূমিকম্পের জেরে সুনামির শঙ্কায় ইতোমধ্যেই বিশ্বের ১৪টি দেশ ও অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) ও যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, ওশেনিয়া অঞ্চলের পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতুতে সুনামি সতর্কতা কার্যকর আছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, হাওয়াই, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, চীন, মেক্সিকো, পেরু, ইকুয়েডর, নিউজিল্যান্ডসহ মোট ১৪টি দেশ ও অঞ্চলে সুনামি সতর্কতা বলবৎ রাখা হয়েছে।
পাপুয়া নিউ গিনিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের নাগরিকদের সতর্ক করে বলেছে, উপকূলীয় এলাকায় অস্বাভাবিক সমুদ্রস্রোত বা দীর্ঘ সময় ধরে শক্তিশালী কম্পন টের পেলে দ্রুত উঁচু স্থানে সরে যান। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত সমুদ্রসৈকত, নদী বা উপকূলের কাছে যাওয়া যাবে না।
আরো পড়ুন : ভূমিকম্পের পর সক্রিয় আগ্নেয়গিরি, ছাইয়ে ঢেকেছে আকাশ
এছাড়া মানুষকে জরুরি খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় কাগজপত্র হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়াবহ এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কারণে সৃষ্ট বিশাল ঢেউ রাশিয়ার উপকূলে আছড়ে পড়েছে, আর জাপানেও প্রথম সুনামির ঢেউ পৌঁছেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
আন্তর্জাতিক সতর্কতা সংস্থা জানিয়েছে, এমন শক্তিশালী ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বহু দেশে ভয়াবহ সুনামির আশঙ্কা রয়েছে। উপকূলীয় এলাকায় জরুরি সর্তকতা ও নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। সমুদ্র উপকূল বা নিম্নাঞ্চলে অবস্থানরত মানুষদের দ্রুত নিরাপদ এবং উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।