ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন জোরালো!

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৯:৩০ এএম

ক্যাটরিনা কাইফ। ছবি : সংগৃহীত
বলিউডের জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ফের একসঙ্গে প্রকাশ্যে আসতেই নতুন করে উসকে উঠেছে নায়িকার মা হওয়ার জল্পনা।গত মার্চে এক বিয়ের প্রীতিভোজে শেষবারের মতো এই দম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছিল।
তখনই ক্যাটরিনার হাতে ভিকির নামের উল্কি নজর কাড়ে ভক্তদের। তারপর প্রায় তিন মাস পর আবারও তারা ধরা দিলেন একসঙ্গে, আর তাতেই নতুন করে গুঞ্জন!
সাম্প্রতিক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে হাত রেখে হাঁটছেন ভিকি ও ক্যাটরিনা। ভিকির পরনে ছিল সাদা শার্ট আর নীল জিনস। ক্যাটরিনা পরেছিলেন ঢিলেঢালা সাদা কো-অর্ড সেট।
আরো পড়ুন : বলিউডের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা ‘সাইয়ারা’
ভক্তদের ধারণা, ইচ্ছাকৃতভাবে ঢিলেঢালা পোশাকে নিজের বেবিবাম্প আড়াল করছেন নায়িকা। আরেকটি বিষয়ও নজর এড়ায়নি- ক্যাটরিনার ধীর গতিতে হাঁটা। কেউ কেউ বলছেন, এও ইঙ্গিত দিচ্ছে সুখবরের!
২০২১ সালের ডিসেম্বরে জমকালো আয়োজনে ভিকিকে বিয়ে করেছিলেন ক্যাটরিনা। তারপর থেকে একাধিকবার তার মা হওয়ার গুঞ্জন শোনা গেছে। গত বছর আম্বানি পরিবারের এক অনুষ্ঠানে তার হাঁটাচলা ও পোশাক নিয়েও এমন গুঞ্জন ছড়ায়।
সাম্প্রতিক সময়ে ক্যাটরিনা সিনেমার কাজ থেকে কিছুটা দূরেই রয়েছেন। হাতে নতুন কোনো প্রজেক্টের ঘোষণা নেই। ফলে অনুরাগীরা আরো বেশি করে ধরে নিচ্ছেন, শিগগিরই হয়তো সুখবর শোনাবেন এই তারকা দম্পতি।
ক্যাটরিনা বা ভিকির পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবুও বলিউড প্রেমীদের চোখ এখন এই জুটির দিকেই!