×

খেলা

চেন্নাই সুপার কিংসের ‘রহস্যময়’ পোস্ট: ছবিটি কি সাকিবের, যে যা বলছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৯:০৮ এএম

চেন্নাই সুপার কিংসের ‘রহস্যময়’ পোস্ট: ছবিটি কি সাকিবের, যে যা বলছেন

ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষ দিকে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম। তবে তার আগেই কোন ক্রিকেটার কোন দলে খেলবেন, কাকে কিনবে কোন দল, তা নিয়ে যেন ভক্তদের আগ্রহের যেন কোনো শেষ নেই। রবিবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। রবীন্দ্র জাদেজার পাশের ছবিটা ঠিক কার, তা স্পষ্ট নয়, তবে কালো অবয়বটা যে একজন ক্রিকেটারের তা নিয়ে কোনো সন্দেহ নেই।

এমন ছবি পোস্ট করতেই নেটিজেনদের যেন কৌতুহলের কোনো কমতি নেই। অনেকেই কমেন্টবক্সে লিখেছেন, এটা সাকিব আল হাসান ছাড়া আর কেউ হতে পারে না। বেশিরভাগ কমেন্টেই সাকিবের নাম।  তাহলে কী সাকিব আল হাসান এবার খেলবেন চেন্নাইয়ের হয়ে? এমন প্রশ্ন তো আসবেই, কেননা ছবিটার অবয়ব হুবুহু দেখতে একেবারে সাকিবের মতোই। সে কারণেই তো নেটিজেনরা কমেন্টবক্সে শুধু সাকিবের নামই লিখছেন। 

 ২০২৫ আইপিএলের নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটারের নাম রয়েছে। সেখানে নাম আছে সাকিবেরও। এই ছবি পোস্ট করায় অনেকের ধারণা, এবার সাকিবকে হয়তো চেন্নাই দলে নিতে পারে। তবে এসব শুধু অনুমান, এখনও কোনো কিছু নিশ্চিত নয়।  ২০১১ সালে প্রথম আইপিএলে ডাক পান সাকিব আল হাসান। সেবার কলকাতার হয়ে ৭ ম্যাচে করেছিলেন মাত্র ২৯ রান। তবে বল হাতে উইকেট নিয়েছেন মোট ১১টি। কলকাতার হয়ে আইপিএলের শিরোপাও জিতেছেন এই অলরাউন্ডার।   

দীর্ঘদিন কলকাতার হয়ে খেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এরপর সানরাইজার্স হায়দারাবাদের হয়েও আইপিএল মাতিয়েছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট ৭১ ম্যাচ খেলেছেন সাকিব। রান করেছেন ১৯.৮৩ গড় ও ১২৪.৪৯ স্ট্রাইকরেটে রান করেছেন ৭৯৩। আছে দুটি হাফ-সেঞ্চুরি। সব মিলিয়ে ৭৩টি চার ও ২১টি ছক্কা মেরেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। বল হাতে সাকিব নিয়েছেন মোট ৬৩ উইকেট। ২৯.১৯ গড় ও ৭.৪৪ ইকোনোমি রেটে সাকিবের ভালো বোলিং ফিগার ১৭ রানে ৩ উইকেট। এবারের নিলামে সাকিব আল হাসানকে কোন দল কিনবেন, তার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েক দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি অবরোধে ক্ষুধা-শীতে বিপর্যস্ত গাজাবাসী

ইসরায়েলি অবরোধে ক্ষুধা-শীতে বিপর্যস্ত গাজাবাসী

জেলহত্যা দিবস আজ

জেলহত্যা দিবস আজ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত ৭

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত ৭

দেশে এখন ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ

দেশে এখন ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App