আইপিএল শুরুর দিন ঘোষণা করলো বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৬:৩৩ পিএম

ছবি: সংগৃহীত
দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বৈশ্বিক এই টুর্নামেন্ট শেষেই ভারতের ক্রিকেটাররা আইপিএলে ব্যস্ত হয়ে পড়বেন। এবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর দিনক্ষণ জানালেন বিসিসিআই'র সহ-সভাপতি রাজীব শুক্লা।
আগামী ২১ মার্চ থেকে আইপিএল শুরু হবে। প্রথমে ২৩ মার্চ ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে তা শুধরে নেওয়া হয়। এ ছাড়া ২৫ মে শিরোপা নির্ধারণী ফাইনাল হবে। এই দুটি ম্যাচই কলকাতায় হবে।
শুরুর সময় জানালেও আইপিএলের সূচি নিয়ে বিস্তারিত কিছু জানাননি রাজীব শুক্লা।
এদিকে রবিবার (১২ জানুয়ারি) বোর্ডের সভায় নতুন সচিব এবং কোষাধ্যক্ষ বেছে নেওয়া হয়। এ ছাড়া আগামী দিনে বিসিসিআই কী কী পদক্ষেপ নিতে পারে, এরও একটি সামগ্রিক আলোচনা হয়েছে এই সভায়।
অন্যদিকে মহিলাদের প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) কোন কেন্দ্রে হবে, তা নিয়েও জল্পনা ছিল। এটি চূড়ান্তের বিষয়েও আশার বাণী শুনিয়েছেন রাজীব।
এদিকে আগামী ১৮-১৯ জানুয়ারি ফের বৈঠকে বসবে, ভারতীয় ক্রিকেট বোর্ড। সে দিনই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হতে পারে।
এর আগে, গেল বছরের শেষদিকে আইপিএলের মেগানিলাম হয়। যেখানে ১৮২ জন ক্রিকেটার কেনার জন্য ৬৩৯ দশমিক ১৫ কোটি টাকা খরচ করেছিল দলগুলো। এর মধ্যে রেকর্ড ২৭ কোটি রুপিতে ঋষভ পান্তকে কিনে নেয় লখনৌ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। এ ছাড়া শ্রেয়াস আয়ারের জন্য ২৬ দশমিক ৭৫ কোটি টাকা খরচ করে পাঞ্জাব। সবশেষ আসরে শিরোপাজয়ী কলকাতা দলের অধিনায়ক ছিলেন তিনি।