শিরোপার লড়াইয়ে বরিশালকে দুইশ’ ছোঁয়া লক্ষ্য চট্টগ্রামের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৭ পিএম
-67a60edccd80b.jpg)
ছবি: সংগৃহীত
হোম অব ক্রিকেটে চার-ছক্কার উৎসব চললো প্রায় দুই ঘণ্টা! গ্যালারিতে একের পর এক বল আছড়ে ফেলে সমর্থকদের মাতিয়ে রাখলেন পারভেজ হোসেন ইমন ও খাজা নাফায়। ফিফটি স্পর্শ করে এই ওপেনার ফেরার পর গ্রাহাম ক্লার্কও আক্রমণাত্মক ব্যাটিং করেন। এই তিনজনের ব্যাটে বিপিএল ফাইনালে ফরচুন বরিশালকে দুইশ' ছুই ছুই লক্ষ্য দিয়েছে বন্দরনগরীর দলটি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) হোম অব ক্রিকেট মিরপুরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৪ রানের সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম কিংস। দলের হয়ে ৪৯ সর্বোচ্চ ৭৮ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন।
ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ১২ দশমিক ৪ ওভারে ১২১ রান তুলে চট্টগ্রাম। ঝোড়ো ব্যাটিংয়ে ৪৪ বলে ৬৬ রান যোগ করে প্যাভিলিয়নে ফেরেন পাকিস্তানি ওপেনার খাজা নাফি। তার ব্যাট থেকে ৭ চার ও ৩ ছক্কা এসেছে।
দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন ইমন ও ক্লাক। ব্যাটিংয়ের একপর্যায়ে পায়ে আঘাত পেয়ে বেশ কিছুক্ষণ খুঁড়িয়ে ব্যাটিং করেন ক্লার্ক। ইনিংসের শেষ ওভারে রান আউট হয়ে ফেরার আগে ২৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। পরের বলেই লম্বা শট খেলতে গিয়ে আউট হন শামীম হোসেন।
সবমিলিয়ে শেষের ব্যর্থতায় দুইশ স্পর্শ করতে পারেনি বন্দরনগরীর দলটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৬ রানের আক্ষেপ থেকে যায়। ৪৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৮ রানে অপরাজিত থাকেন ইমন।
বরিশালের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন এবাদত ও মোহাম্মদ আলী।