×

খেলা

আর্জেন্টিনার হার, বড় জয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ এএম

আর্জেন্টিনার হার, বড় জয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

ছবি: সংগৃহীত

   

চিলিকে বড় (৩-০) ব্যবধানে হারিয়ে নিজেদের পথ সহজ করেই রেখেছিল ব্রাজিলের যুবারা।
এতে শিরোপা উল্লাসে মাতার জন্য আর্জেন্টিনাকে ৪ গোলে জিততে হতো। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে উল্টো ৩-২ গোলে হেরেছে ক্লদিও এচেভেরির দল। ফলে, টেবিল টপার থেকে হেসেখেলেই কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুললো সেলেসাওরা।

আকাশী-নীল জার্সিধারীদের হারের এপিটাফ অবশ্য অনেক আগেই লেখা হয়ে গিয়েছিল। চিলির বিপক্ষে সেলেসাওদের ৩-০ গোলের জয়ে, শিরোপা স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় আর্জেন্টিনার। এমন পরিস্থিতিতে খেলতে নেমে আর্জেন্টিনাও ম্যাচের ৩০ মিনিটেই পিছিয়ে পড়ে। লুকা কেমেটের গোলে লিড নেয় প্যারাগুয়ে। 

বিরতির পর আবারো গোল হজম করে আর্জেন্টাইনরা। তিয়াগো ইসায়াসের গোলে ২-০  ব্যবধানে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা।

এরপর আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের ৬৭তম মিনিটের মধ্যেই সমতা এনেছিল আর্জেন্টিনা। জোড়া গোল করেন ক্যারিজো। তবে জয়ের বন্দরে নোঙ্গর ফেলতে পারেনি তারা। উল্টো লিওনের ৮২তম মিনিটের গোল ব্রাজিলের শিরোপা নিশ্চিত করে দেয়।

এর আগে, ব্রাজিলও একেবারে শেষে এসে ঝড় তুলেছিল। চিলির যুবাদের বিপক্ষে ম্যাচের ৭৩ থেকে ৮৮, এই ১৫ মিনিটে একে একে ৩ গোল প্রতিপক্ষের জালে পুরেছে তারা। ৩-০ গোলের এই জয়ে শিরোপা স্বপ্নও নিশ্চিত করে ফেলেছিল সেলেসাও যুবারা।

কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আসরে ফাইনাল বা সেমিফাইনাল নেই। ফলে, লিগ পদ্ধতিতে শীর্ষে থাকা দলই হয় চ্যাম্পিয়ন।নিজেদের কাজটা সেখানেই সেরেছে ব্রাজিল। ১৩ পয়েন্ট নিয়ে ফাইনাল পর্ব শেষ করে তারা। অন্যদিকে আর্জেন্টিনার ঝুলিতে ১০ পয়েন্ট।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App