×

খেলা

চ্যাম্পিয়নস ট্রফি: পাকিস্তানে ভারত নেই, ভারতের পতাকাও নেই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৮ পিএম

চ্যাম্পিয়নস ট্রফি: পাকিস্তানে ভারত নেই, ভারতের পতাকাও নেই

ছবি: সংগৃহীত

রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাচ্ছে না ভারত। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রোহিত শর্মাদের সব ম্যাচ হবে।

এই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হলেও দুবাইয়ে কিছু ম্যাচ হওয়ার কারণও ভারতই। টুর্নামেন্টের আগে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কেরা আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নিলেও সেখানে যাচ্ছেন না রোহিত শর্মা। 

এমন পরিস্থিতিতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অন্য চিত্র দেখা গেল। বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নেওয়া ৮ দলের মধ্যে ৭ দলেরই পতাকা স্টেডিয়ামে লাগানো হয়েছে। শুধু ভারতের পতাকা নেই। 

এতে কেউ কেউ বলছেন, ভারত দল চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে না বলেই পিসিবি ভারতের পতাকা রাখেনি। তবে এ বিষয়ে পিসিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্ট্যান্ড ব্যবহার করে বেশ কিছু পতাকা লাগানো হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা উড়ছে। 

এদিকে ভারতের হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, ভিডিওগুলো লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের। সেখানে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও পাকিস্তানের পতাকা আছে। কিন্তু ভারতের তেরঙা পতাকা নেই।

হিন্দুস্থান টাইমস লিখেছে, গাদ্দাফি স্টেডিয়ামে ভারতের পতাকা না রাখাকে সমর্থকেরা বিসিসিআইয়ের পাকিস্তানে দল না পাঠানোর বিরুদ্ধে পাকিস্তানের জবাব হিসেবে দেখছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

বন্ধ হয়ে গেল আইফেল টাওয়ার

বন্ধ হয়ে গেল আইফেল টাওয়ার

ফুসফুস পরিষ্কার রাখে যে ৫ প্রাকৃতিক উপাদান

ফুসফুস পরিষ্কার রাখে যে ৫ প্রাকৃতিক উপাদান

দায় স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা

দায় স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App