×

খেলা

রাবাদা–ইয়ানসেনদের জবাব স্টার্ক–কামিন্সদের, প্রথম দিনেই পড়ল ১৪ উইকেট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৮:৪৭ এএম

রাবাদা–ইয়ানসেনদের জবাব স্টার্ক–কামিন্সদের, প্রথম দিনেই পড়ল ১৪ উইকেট

ছবি: সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে গত আসরের টেস্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ২১২ রানে অলআউট করে ফেলে দক্ষিণ আফ্রিকা। জবাবে প্রোটিয়াদের শুরুটাও হয়েছে বিষাদময়। তিন পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স মিলে শেষ সেশনে প্রোটিয়াদের ৪ উইকেট তুলে নিয়েছেন । এতে যেন টেস্ট ক্রিকেটের সেকেলে দিনই ফিরে এল।

তবে প্রথম দিনে ১৪ উইকেট পড়লেও নির্দিষ্ট করে কাউকেই এগিয়ে রাখা গেল না। হাতে ৬ উইকেট নিয়ে প্রোটিয়ারা এখনও ১৬৯ রানে পিছিয়ে। দ্বিতীয় দিনে দুই দলেরই লক্ষ্য থাকবে প্রথম ইনিংসে লিড নেওয়ার।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬ রানেই ওপেনার উসমান খাজা ও তিনে নামা ক্যামেরুন গ্রিনকে হারায় অস্ট্রেলিয়া। বিপর্যয় কিছুটা কাটিয়ে উঠলেও ৬৭ রানে ৪ উইকেট হারায় অজিরা। মার্নাস লাবুশানে ১৭ ও ট্রাভিস হেড ১১ রান করে ফেরেন।

এরপর স্মিথ ও ওয়েবস্টার সেখান থেকে ৭৯ রানের জুটি গড়েন। চারে নেমে অভিজ্ঞ স্মিথ খেলেন ১১২ বলে ৬৬ রানের ইনিংস। ১০ চার মারেন তিনি। দলের ১৪৬ রানে ফেরেন স্মিথ। অন্যপ্রান্তে ওয়েবস্টার দলের পক্ষে সর্বাধিক ৭২ রান করেন। তিনি ১১ চার মারেন। এছাড়া অ্যালেক্স কেরি ২৩ রান করে আউট হন। 

অজিদের ধসিয়ে দিতে ১৫ দশমিক ৪ ওভার বোলিং করে ৫১ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন রাবাদা । ইয়ানসেন ১৪ ওভারে ৪৯ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া মাহরেজ ও মার্করাম একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫৬.৪ ওভারে ২১২ অলআউট (ওয়েস্টার ৭২, স্মিথ ৬৬, ক্যারি ২৫, লাবুশেন ১৭; রাবাদা ৫/৫১, ইয়ানসেন ৩/৪৯, মার্করাম ১/৫, মহারাজ ১/১৯)।

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২২ ওভারে ৪৩/৪ (রিকেলটন ১৬, বেডিংহাম ৮*, মুল্ডার ৬, বাভুমা ৩*, স্টাবস ২, মার্করাম ০; স্টার্ক ২/১০, হ্যাজলউড ১/১০, কামিন্স ১/১৪)।

 ***প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকা ১৬৯ রানে পিছিয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তোপের মুখে ‘বিরিয়ানি হাউস’ উদ্বোধন না করেই ফিরলেন প্রিন্স মামুন

তোপের মুখে ‘বিরিয়ানি হাউস’ উদ্বোধন না করেই ফিরলেন প্রিন্স মামুন

‘কৃষ ৪’ এ তিন চরিত্রে হৃতিক, উন্মাদনা তুঙ্গে

‘কৃষ ৪’ এ তিন চরিত্রে হৃতিক, উন্মাদনা তুঙ্গে

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সর্বকালের সেরা কে?

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সর্বকালের সেরা কে?

ইনফ্লুয়েঞ্জা: কারণ, লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

ইনফ্লুয়েঞ্জা: কারণ, লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App