×

খেলা

এইচপি দলে কোচ সালাউদ্দিনের ছেলে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৯:০৯ এএম

এইচপি দলে কোচ সালাউদ্দিনের ছেলে

ছবি: সংগৃহীত

২০২৫-২৬ মৌসুমের জন্য বাংলাদেশ হাই-পারফরম্যান্স ইউনিটের (এইচপি) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে নুহায়েল সানদিদ জায়গা পেয়েছেন, চায়নাম্যান বোলিংয়ের জন্য গেল ডিপিএলে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সানদিদ ছাড়াও এইচপি ইউনিটে স্পিনারদের মধ্যে নাঈম আহমেদ, স্বাধীন ইসলাম ও নাইম হোসেন সাকিবরা রয়েছেন। এছাড়া পেস ইউনিট ও ব্যাটিং বিভাগে পরিচিত মুখগুলোই রয়েছে।

বিসিবি জানিয়েছে, আগামী শুক্র, শনি ও রোববার তিনদিন ক্রিকেটারদের স্ক্রিনিং পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ জুন চট্টগ্রামে চলে যাবেন ক্রিকেটাররা । প্রথম ধাপে ১৭ জুন থেকে ১৪ জুলাই চট্টগ্রামে ক্যাম্প অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে প্রথম ধাপের অনুশীলন শেষ করে ১৫ জুলাই এইচপি দল যাবে রাজশাহীতে। সেখানে ১৬ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত দ্বিতীয় দফায় অনুশীলন চলবে।

ক্রিকেটীয় অনুশীলন ছাড়াও ইংরেজি ভাষার দক্ষতা, খাদ্যাভ্যাস, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন সম্পর্কে ধারণা ও দুর্নীতি বিরোধী গাইডলাইন সম্পর্কে জ্ঞান দেওয়া হবে এই ক্যাম্পে। ঢাকায় প্রথম তিনদিন তাত্ত্বিক বিষয়ের ক্যাম্পের পর চট্টগ্রাম ও রাজশাহী  হবে স্কিল ট্রেনিং ও ম্যাচ অনুশীলন।

এইচপিতে ডাক পেয়েছেন যারা:

ওপেনিং ব্যাটার: মাহফিজুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান সোহান, আইচ মোল্লা, ইফতেখার হোসেন ইফতি।

মিডল অর্ডার ব্যাটার: আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার।

স্পিনিং অলরাউন্ডার: মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, আশরাফুল হাসান। 

পেস বোলিং অলরাউন্ডার: তোফায়েল আহমেদ, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আহমেদ শরিফ, আব্দুল্লাহ আল মামুন।

স্পিনার: নাঈম আহমেদ, স্বাধীন ইসলাম, নাঈম ইসলাম সাকিব, নুয়ায়েল সানদেদ।

পেসার: মারুফ মৃধা, রিপন মণ্ডল, মেহেদী হাসান, শফিকুল ইসলাম,  আব্দুল গাফফার, আসাদুজ্জামান পায়েল।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তোপের মুখে ‘বিরিয়ানি হাউস’ উদ্বোধন না করেই ফিরলেন প্রিন্স মামুন

তোপের মুখে ‘বিরিয়ানি হাউস’ উদ্বোধন না করেই ফিরলেন প্রিন্স মামুন

‘কৃষ ৪’ এ তিন চরিত্রে হৃতিক, উন্মাদনা তুঙ্গে

‘কৃষ ৪’ এ তিন চরিত্রে হৃতিক, উন্মাদনা তুঙ্গে

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সর্বকালের সেরা কে?

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সর্বকালের সেরা কে?

ইনফ্লুয়েঞ্জা: কারণ, লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

ইনফ্লুয়েঞ্জা: কারণ, লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App