শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যা বললেন মিরাজ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৮:৫২ এএম

মেহেদী হাসান মিরাজ
২৪৫ রানের লক্ষ্য তাড়ায় এক উইকেট হারিয়ে দলীয় শতক পূর্ণ করেছিল বাংলাদেশ। দৃঢ় শুরু দেখে জয় আশা করছিল টাইগার শিবির। তবে সেই আশা মুহূর্তেই গুঁড়িয়ে যায়। ১ উইকেটে ১০০ থেকে ১০৫ রানে পৌঁছাতে গিয়ে বাংলাদেশ হারায় আরও ৬ উইকেট। অর্থাৎ, মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। শেষ পর্যন্ত ৭৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।
কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ৪৯ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৪ রান তোলে তারা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন চারিথ আসালাঙ্কা। জবাবে ৩৫ দশমিক ৫ ওভারে ১৬৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ । এক পর্যায়ে ১০০/১ থাকা দলটি মাত্র ৬৭ রান যোগ করতেই হারায় বাকি ৯ উইকেট।
এমন হারের পর অবশ্য অধিনায়কের জন্য ব্যাখা দেওয়াটা খুবই কঠিন ছিল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘উইকেট ভালো ছিল, আমি মনে করি আমরা ভালো বল করেছি বিশেষ করে পেস বোলাররা। মাঝের ওভারে অবশ্য আমরা উইকেট তুলতে পারিনি। আমাদের দুইজন বোলারের পায়ে সমস্যা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘তবে আসালাঙ্কাকে ক্রেডিট দিতে হবে। তামিম শান্ত ভালো শুরু করেছিল আমাদের। যদিও শান্তর আউটটা একটা ভুল ছিল। মিডল অর্ডার ভালো করতে পারেনি। দ্রুত উইকেট হারানোর কারণে সমস্যা হয়ে দাঁড়ায়। আমাদের ছোট ছোট জুটি দরকার ছিল, আমাদের সুযোগ ছিল তবে সেটা ধরতে পারিনি।’