নাটকীয় ম্যাচে বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৮:৪৭ এএম

ছবি: সংগৃহীত
ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ইউরোপীয় দুই পরাশক্তি বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুজন লাল কার্ড দেখেছেন, আর মারাত্মক ইনজুরিতে মাঠ ছাড়তে হয়েছে বায়ার্ন তারকা জামাল মুসিয়ালাকে।
তবে সব নাটকীয়তার পরও শেষ হাসি হেসেছে ফরাসি ক্লাব পিএসজি। ৯ জনের দল নিয়েও বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে তারা।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে, আটলান্টায় অনুষ্ঠিত এই ম্যাচে পিএসজির হয়ে গোল করেন দেজিরে দুয়ে ও ওসমান ডেম্বেলে।
প্রথমার্ধে গোল না হলেও দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে জমিয়ে খেলেছে। তবে বিরতির ঠিক আগে ঘটে বড় এক দুঃসংবাদ—পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমার সঙ্গে সংঘর্ষে পড়ে গুরুতর অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েন মুসিয়ালা। তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়।
৭৮ মিনিটে পিএসজি এগিয়ে যায় জোয়াও নেভেসের পাসে নিচু শটে দেজিরে দুয়ের গোলের মাধ্যমে।
৮২ মিনিটে বায়ার্নের মিডফিল্ডার লিও গোরেত্জকাকে বাজেভাবে ট্যাকল করে লাল কার্ড দেখেন পিএসজির ডিফেন্ডার উইলিয়ান পাচো।
যোগ করা সময়ের ২ মিনিটে দ্বিতীয় লাল কার্ডটি দেখে লুকাস হার্নান্দেজ, যিনি বায়ার্ন ডিফেন্ডার রাফায়েল গুয়েরেইরোকে কনুই দিয়ে আঘাত করেন।
লাল কার্ডে ৯ জনে নেমে আসা পিএসজি এরপরও দ্বিতীয় গোলটি করে ৯০+৬ মিনিটে—আশরাফ হাকিমির পাসে গোল করেন ওসমান ডেম্বেলে।
ফাইনালে ওঠার লড়াইয়ে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে রিয়াল । অন্য সেমিফাইনালে ফ্লুমিনেন্সের বিপক্ষে খেলবে চেলসি।