×

খেলা

মাঠে নেমেই ফিফটি হাঁকালেন সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১১:১০ পিএম

মাঠে নেমেই ফিফটি হাঁকালেন সাকিব

ছবি: সংগৃহীত

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের পর্দা উঠেছে বৃহস্পতিবার (১০ জুলাই)। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নেমেছে দুবাই ক্যাপিটালস। আর এই দলের হয়েই খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। লম্বা সময় পর মাঠে নেমেই দারুণ ব্যাটিং করেছেন তিনি। পেয়েছেন ফিফটির দেখা।

সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে দুবাই । দলের হয়ে এদিন সর্বোচ্চ অপরাজিত ৫৮ রান করেন সাকিব।

দুবাই ক্যাপিটালসকে ভালো শুরু এনে দেন সেদিকউল্লাহ অটল। দারুণ ব্যাটিংয়ের পর বাঁহাতি এই আফগান ওপেনার বিদায় নেন ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলে। অটলের বিদায়ের পর মিডল অর্ডার ব্যর্থতায় ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দুবাই।

দলের বিপদে হাল ধরেন সাকিব। নিজের খেলা প্রথম বলেই চার মেরেছিলেন তিনি। ইতিবাচক শুরুর পর দারুণ ব্যাটিং করেছেন বাঁহাতি অলরাউন্ডার। তবে অন্য প্রান্তে কেউই যোগ্য সঙ্গ দিতে পারছিলেন না তাকে। ফলে দেখে-শুনে খেলেন সাবেক টাইগার কাপ্তান। ৩৪ বলে হাফ সেঞ্চুরি করেন সাকিব। সবমিলিয়ে ৩৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাপলা-দোয়েল বাদ, প্রতীক তালিকায় যা যা থাকলো

শাপলা-দোয়েল বাদ, প্রতীক তালিকায় যা যা থাকলো

বর্ষায় বাড়ে কলেরা-ডায়রিয়ার প্রকোপ, সুস্থ থাকতে যা করবেন

বর্ষায় বাড়ে কলেরা-ডায়রিয়ার প্রকোপ, সুস্থ থাকতে যা করবেন

ফের ঝড় তুলতে আসছেন আল্লু অর্জুন-রাশমিকা

ফের ঝড় তুলতে আসছেন আল্লু অর্জুন-রাশমিকা

মাঠে নেমেই ফিফটি হাঁকালেন সাকিব

মাঠে নেমেই ফিফটি হাঁকালেন সাকিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App