×

খেলা

আবারো অলরাউন্ড পারফরম্যান্সে নজর কাড়লেন সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১১:২৬ পিএম

আবারো অলরাউন্ড পারফরম্যান্সে নজর কাড়লেন সাকিব

ছবি: সংগৃহীত

মায়ামি ব্লেজের হয়ে আগের ম্যাচেও ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। তবে জয় পায়নি তার দল। কিন্তু শুক্রবার (১৮ জুলাই) ম্যাক্স সিক্সটি টি-টেনে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে দারুণ জয় পেয়েছে দলটি। গ্র্যান্ড কেম্যান ফ্যালকন্সকে ১৩ রানে হারিয়েছে মায়ামি। 

এদিন জিমি পাওয়েল ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করেছে সাকিবের মায়ামি। জবাবে খেলতে নেমে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৭ রানের বেশি করতে পারেনি ফ্যালকন্সরা। 

দলের হয়ে ব্যাট হাতে ইনিংস শুরু করা সাকিব আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেছেন। দারুণ ব্যাটিংয়ে ১১ বলে ২৯ রান করে আউট হয়েছেন তিনি। মালিন্দা পুষ্পাকুমারাকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে রোনালদো আলী মোহামেদের হাতে ক্যাচ দেন তিনি। 

সাকিবের এমন ইনিংসে ভর করে ভালো শুরু পায় তার দল। সাকিবের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন অ্যাঞ্জেলো পেরেরা। ২২ বলে ৪৫ রান করেছেন তিনি। তাতে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করেছে সাকিবের দল। 

জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ফ্যালকন্সরা। তাতে একশ রানও করতে পারেনি তারা। মায়ামির হয়ে ১৮ রানে ৩ উইকেট শিকার করে দলের সেরা বোলার শিহান জয়াসুরিয়া। সাকিব ২ ওভারে ১৯ রান খরচায় ঝুলিতে পুরেছেন এক উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে, রেড অ্যালার্ট জারি

তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে, রেড অ্যালার্ট জারি

শিশুদের স্বপ্ন ও সৃজনশীলতা দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ

প্রধান উপদেষ্টা শিশুদের স্বপ্ন ও সৃজনশীলতা দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত : আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত : আলী রীয়াজ

কেন শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনের চাহিদা বাড়ছে?

কেন শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনের চাহিদা বাড়ছে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App