×

খেলা

ভেসলিন ব্যবহার করে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত, দাবি পাকিস্তানের সাবেক পেসারের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৮:১২ পিএম

ভেসলিন ব্যবহার করে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত, দাবি পাকিস্তানের সাবেক পেসারের

ছবি: সংগৃহীত

অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফি শেষ হয়েছে রুদ্ধশ্বাস ম্যাচ দিয়ে। চতুর্থ দিনের শেষে যেখানে মনে হচ্ছিল সহজেই জয় পাবে ইংল্যান্ড, সেখানে দারুণ কামব্যাক করেছে ভারত। পঞ্চম দিনে প্রথম সেশনে দাপট দেখিয়েছেন ভারতের পেসাররা। ২৯ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ সিরাজ-প্রসিধ কৃষ্ণরা। মেঘলা আবহাওয়ায় ডিউকস বলে আগুন ঝরিয়েছেন তারা।

ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বিশেষজ্ঞরা-সবাই যখন ভারতের প্রশংসা করছেন, তখন উল্টো সুর গেয়েছেন পাকিস্তানের সাবেক পেসার সাব্বির আহমেদ খান। ভারতীয় পেসারদের বিরুদ্ধে অনৈতিক উপায় অবলম্বনের অভিযোগ করেছেন তিনি। তার দাবি, বলে বিকৃতি ঘটিয়ে সাফল্য পেয়েছেন ভারতীয় পেসাররা।

সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) সাব্বির আহমেদ খান লেখেন, আমার মনে হয় ভারত ভেসলিন ব্যবহার করেছে। ৮০ ওভারের বেশি বোলিং করার পরেও নতুন বলের মতো চকচক করছিল বলটা। আম্পায়ারদের উচিত এই বলটাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানো।

এই পোস্ট নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। তবে ভারতীয় পেসারদের কৃতিত্বকে অযথা ছোট করার বিষয়টা মোটেই ভালোভাবে নেননি ভারতের ক্রিকেটপ্রেমীরা। সাবেক পাক পেসারের ওই পোস্টের কমেন্ট সেকশনে ক্ষোভ উগরে দেন তারা। অনেকে তুলে এনেছেন সাব্বিরের ক্রিকেট ক্যারিয়ারের একটি পুরোনো ঘটনার কথা। 

২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন তিনি। তবে ২০০৫ সালে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য তাকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। ফলে এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারেননি ডানহাতি পেসার। তাই তার মতো একজন ক্রিকেটার কীভাবে এই প্রশ্ন তুলছেন, সেই নিয়ে ট্রোল করছেন ক্রিকেটপ্রেমীরা।

ওভালে পঞ্চম টেস্টে গত সোমবার শেষ দিনে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে সিরিজ ২-২ সমতায় শেষ করে ভারত। এই জয়ের পরই সাব্বির দাবি করেন, ভারতের পেসাররা বলের উজ্জ্বলতা ধরে রাখতে ওভাল টেস্টে ভেসলিন ব্যবহার করেছেন।

৩৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের শেষ দিনে জয়ের জন্য দরকার ছিল ৩৫ রান, ভারতের ৪ উইকেট। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ভারতের পেসাররা শেষ দিনে সকালের সেশনে দুর্দান্ত বোলিং করেন। তাদের হয়ে কথা বলেছে বল। নতুন বল নেয়ার সুযোগ থাকলেও ভারত নেয়নি।

সিরাজ ও কৃষ্ণার দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ৬ রানে জেতে শুভমান গিলের দল। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৫ উইকেট নেন পেসার সিরাজ এবং ১২৬ রানে ৪ উইকেট নেন কৃঞ্চা। অথচ বিতর্ক উসকে দিলেন সাব্বির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি প্রধান উপদেষ্টার

সাগরিকার জোড়া গোলে শুভসূচনা বাংলাদেশের

সাগরিকার জোড়া গোলে শুভসূচনা বাংলাদেশের

অভ্যুত্থানের সব কারাবন্দীর নাম জুলাই জাদুঘরে সংরক্ষণ হবে: আসিফ নজরুল

অভ্যুত্থানের সব কারাবন্দীর নাম জুলাই জাদুঘরে সংরক্ষণ হবে: আসিফ নজরুল

ভেসলিন ব্যবহার করে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত, দাবি পাকিস্তানের সাবেক পেসারের

ভেসলিন ব্যবহার করে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত, দাবি পাকিস্তানের সাবেক পেসারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App