×

খেলা

এশিয়া কাপের সুপার ফোরে কোন দল, কবে, কার মুখোমুখি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

এশিয়া কাপের সুপার ফোরে কোন দল, কবে, কার মুখোমুখি

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হচ্ছে ওমান। এই ম্যাচ নেহাতই নিয়মরক্ষার। কারণ আগেই সুপার ফোরে উঠে গেছে ভারত। সেই সঙ্গে বিদায় নিশ্চিত হয়েছে ওমানের। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার উড়ন্ত জয়ের পর চূড়ান্ত হয়ে গেছে সুপার ফোরের চার দল।

লঙ্কানদের জয়ে চতুর্থ দল হিসেবে এশিয়া কাপের শেষ চারে পৌঁছেছে বাংলাদেশ। একইসঙ্গে ছিটকে গেছে রশিদ খানের আফগানিস্তান। গ্রুপ ‘এ’ থেকে সুপার ফোরে উঠেছে ভারত ও পাকিস্তান। সূচি অনুযায়ী, এ পর্বে ওঠা প্রতিটি দল বাকি তিনটি দলের সঙ্গে খেলবে। অর্থাৎ প্রত্যেক দলকে খেলতে হবে তিনটি করে ম্যাচ। সুপার ফোরের ম্যাচগুলো হবে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রথম দিন অর্থাৎ ২০ সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ২১ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ। ২২ সেপ্টেম্বর কোনও খেলা নেই। ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। ২৪ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের খেলা পাকিস্তানের সঙ্গে। পর পর দু’দিন ম্যাচ খেলতে হবে লিটন দাসের দলকে। 

সুপার ফোরের শেষ ম্যাচ ২৬ সেপ্টেম্বর। সেদিন ভারত-শ্রীলঙ্কা লড়াই। এ পর্বের সেরা দুই দল ফাইনালে উঠবে। ২৮ সেপ্টেম্বর, দুবাইয়ে হবে শিরোপার লড়াই। ভারত ও পাকিস্তান ফাইনালে পৌঁছালে এশিয়া কাপে তিনবার সূর্যকুমার যাদবদের মোকাবেলা করবে সালমান আলি আঘারা। ফলে কয়েকদিনের ব্যবধানে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের হ্যাটট্রিক লড়াই দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন মিথিলা

আবারো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন মিথিলা

নির্বাচন ঘিরে সংকট: ক্ষমতার লড়াই রাজপথে

নির্বাচন ঘিরে সংকট: ক্ষমতার লড়াই রাজপথে সামনে পিআর-সনদ, পেছনে ভোট

দেশে স্বাস্থ্যসেবায় আস্থার ঘাটতি: আলোচনায় স্বাস্থ্য উপদেষ্টার বিদেশযাত্রা

চিকিৎসার জন্য বিদেশে বেশি যাওয়া দেশের তালিকায় ১০ম স্থানে বাংলাদেশ দেশে স্বাস্থ্যসেবায় আস্থার ঘাটতি: আলোচনায় স্বাস্থ্য উপদেষ্টার বিদেশযাত্রা

ট্রাকের পেছনে অপেক্ষার প্রহর, মুখ ঢেকে দাঁড়ান মধ্যবিত্তরাও

টিসিবির পণ্য ট্রাকের পেছনে অপেক্ষার প্রহর, মুখ ঢেকে দাঁড়ান মধ্যবিত্তরাও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App