‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চে আবেগঘন মুহূর্ত, এক হলেন দেব-শুভশ্রী

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১২:২৪ পিএম

ছবি : সংগৃহীত
আসছে ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেব ও শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ছবি ‘ধুমকেতু’। তার আগেই সোমবার (৫ আগস্ট) ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ছবির প্রধান দুই অভিনয়শিল্পী দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
জমকালো সেই আয়োজনে শুধু ট্রেলার উন্মোচন নয়, মঞ্চে ঘটে গেল এক আবেগঘন ও আলোচিত ঘটনা, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে।
অনুষ্ঠানের সঞ্চালক রোহন প্রশ্ন করেন, কবে তাঁরা একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করবেন? প্রশ্ন শুনে শুভশ্রী হেসে বলেন, আগে ব্লক করেছিল কে? তখন দেব কিছু না বলে চুপ থাকেন।
আরো পড়ুন : দেব-শুভশ্রীর প্রেম যেন চিত্রনাট্যের প্রেম, বললেন কৌশিক
এরপর শুভশ্রী নিজেই ইনস্টাগ্রামে দেবকে ফলো করেন এবং দেবও তার উত্তরে শুভশ্রীকে ফলো ব্যাক করেন। এই মুহূর্তটি উপস্থিত দর্শকদের মাঝে উচ্ছ্বাসের জন্ম দেয়।
পরবর্তীতে শুভশ্রী ও দেব একসঙ্গে একটি সেলফি তোলেন এবং সেই ছবি দেব নিজেই শেয়ার করেন ইনস্টাগ্রামে। অনেক দিন পরে একই মঞ্চে একত্রে দুই জনপ্রিয় তারকার এমন মিলন মুহূর্তে অনুরাগীরা বেশ আবেগাপ্লুত হন।
উল্লেখ্য, দেব-শুভশ্রী জুটিকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ‘ধুমকেতু’র শ্যুটিংয়ের সময়। ব্যক্তিগত কারণে দীর্ঘদিন একসঙ্গে কাজ না করলেও দর্শকের কাছে এই জুটির আবেদন এখনো অটুট।
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেব-শুভশ্রী ছাড়াও উপস্থিত ছিলেন ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রানা সরকার, সংগীত পরিচালক অনুপম রায়, সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত ও শিল্পী ঈশান মিত্র।
এই দিনে মঞ্চেই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানান সকলে। অনুষ্ঠানে ছবির নির্মাণ প্রক্রিয়া এবং শুটিং-পরবর্তী নানা অভিজ্ঞতা তুলে ধরেন পরিচালক ও প্রযোজক।
এছাড়া অনুপম রায়ের সুরে গান পরিবেশন করে মঞ্চ মাতান ঈশান মিত্র। সব মিলিয়ে ‘ধুমকেতু’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান পরিণত হয় এক আবেগঘন ও সজীব মিলনমেলায়।