বাস দুর্ঘটনার কবলে ‘একেন বাবু’ খ্যাত অভিনেতা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পিএম
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও ‘একেন বাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তী। ছবি : সংগৃহীত
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও ‘একেন বাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তী বাস দুর্ঘটনার শিকার হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকালে কলকাতার চারুমার্কেট থেকে রাসবিহারী যাওয়ার পথে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তিনি বড় কোনো আঘাত পাননি। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান অভিনেতা।
সূত্র জানায়, টালিগঞ্জ ব্রিজের নিচে একটি ভলভো বাসের সঙ্গে অনির্বাণের গাড়ির সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জানালার কাচ ভেঙে যায়।
দুর্ঘটনার পর অনির্বাণ জানান, তিনি ও তার গাড়ির চালক দুজনেই সুস্থ আছেন। একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় হঠাৎ সামনে আরেকটি গাড়ি ঢুকে পড়ায় সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। তখনই তার গাড়ি বাসের সঙ্গে ধাক্কা খায়।
অভিনেতার অভিযোগ, দুর্ঘটনার পর বাসের চালক উদ্ধত আচরণ করেন এবং দায় এড়ানোর চেষ্টা করে পালিয়ে যেতে চান। পরে অনির্বাণ তাকে বাধা দেন। ঘটনার পর তিনি টালিগঞ্জ ও চারুমার্কেট থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ জানায়, তারা অভিযোগ পেয়েছে এবং তদন্ত শুরু করেছে। অনির্বাণের গাড়িটি চালানোর উপযোগী ছিল না বলে পুলিশি প্রহরায় তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্মে ‘একেন বাবু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন অনির্বাণ চক্রবর্তী। পরবর্তীতে ‘দ্য একেন’ এবং এর সিক্যুয়েল চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেন তিনি। বহুমুখী অভিনয় ক্ষমতা ও হাস্যরসাত্মক উপস্থাপনার জন্য তিনি বর্তমানে বাঙালি দর্শকদের মাঝে অত্যন্ত জনপ্রিয়।
