এয়ারটেল নিয়ে এলো টানা ৫ দিনের বিশেষ লাকি আওয়ার অফার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৫:৪৩ পিএম

এয়ারটেলের বহুল জনপ্রিয় অফার লাকি আওয়ার আবার ফিরেছে। ছবি: সংগৃহীত
রবি আজিয়াটা পিএলসির ব্র্যান্ড এয়ারটেল গ্রাহকদের জন্য এনেছে দারুণ এক চমক। এয়ারটেলের বহুল জনপ্রিয় অফার লাকি আওয়ার আবার ফিরেছে। তবে এবার এটি একদিনের জন্য নয়—চলবে টানা পাঁচদিন ধরে।
আগামী ১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন এয়ারটেল গ্রাহকরা উপভোগ করতে পারবেন নানা ধরনের চমক। এর মধ্যে থাকবে ক্যাশব্যাক অফার, ১০০% ইন্টারনেট বোনাস, বিশেষ ডেটা প্যাক, ওটিটি ও গেমিং-এর জন্য দারুণ সব ডিল। প্রতিদিনই নতুন একটি অফার চালু হবে, যা ২৪ ঘণ্টার জন্য কার্যকর থাকবে।
এয়ারটেলের সব প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহক এই বিশেষ অফার উপভোগ করতে পারবেন। অফারগুলো পাওয়া যাবে My Airtel অ্যাপ, ইউএসএসডি কোড ডায়াল করে, ব্যালান্স রিচার্জ করে অথবা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে।
ক্যাম্পেইনটি নিয়ে এয়ারটেল মার্কেটিং-এর পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, এয়ারটেল সবসময়ই একটি গ্রাহককেন্দ্রিক ব্র্যান্ড এবং আমাদের মূল্যবান গ্রাহকদের সর্বোত্তম সেবা দিতে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
লাকি আওয়ার অফার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকরা My Airtel অ্যাপ এবং Airtel Buzz ফেসবুক পেজ ভিজিট করতে পারবেন।