ঢাকায় অনুষ্ঠিত হলো কানেক্ট লাইভ টোকিও এক্সপেরিয়েন্স শেয়ার মিটআপ

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৭:০৩ পিএম

ঢাকায় অনুষ্ঠিত হলো কানেক্ট লাইভ টোকিও এক্সপেরিয়েন্স শেয়ার মিটআপ
ঢাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটির উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে "কানেক্ট লাইভ টোকিও এক্সপেরিয়েন্স শেয়ার মিটআপ"। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকাল গাইড ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় ৮০ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স বিভাগ এবং ইউআইইউ ডেভেলপারস হাব। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন লেকচারার তারিক হাসান এবং ইউআইইউ ডেভেলপারস হাবের পক্ষ থেকে বক্তব্য দেন ফাতিন সাদাব এবং সঞ্চালনা করেন সজল কুমার দাস ।
এ আয়োজনে অংশ নেন কানেক্ট লাইভ সামিটে সরাসরি যোগ দেওয়া দুইজন বাংলাদেশি লোকাল গাইড মাহাবুব হাসান এবং বিশ্বজিৎ চক্রবর্তী। তারা টোকিও সামিটের অভিজ্ঞতা শেয়ার করেন। পাশাপাশি অনলাইনে যুক্ত ছিলেন জাপান প্রবাসী বাংলাদেশি লোকাল গাইড তাসলিমা আক্তার এবং কানেক্ট মডারেটর সোনিয়া বিনতে খোরশেদ।
২০১৯ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে কানেক্ট লাইভ সামিট, যা গুগল ম্যাপস ভলান্টিয়ার প্ল্যাটফর্ম লোকাল গাইডস আয়োজন করে থাকে। এবছর তিনটি ভিন্ন অঞ্চলে সামিটের আয়োজন করা হয়েছে নিউ ইয়র্ক, টোকিও এবং বছরের শেষ দিকে বেঙ্গালুরুতে। বাংলাদেশের লোকাল গাইডরা এবার টোকিও সামিটে অংশ নেন।
সামিটে মোট ১৯টি দেশ থেকে ৫৩ জন লোকাল গাইড অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এ আয়োজনে গুগল ম্যাপসের নতুন ফিচার ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের দিকগুলো তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।
বাংলাদেশ লোকাল গাইডসের প্রতিষ্ঠাতা ও মডারেটর মাহাবুব হাসান বলেন, "এবারের আয়োজন ছিল একেবারেই ভিন্ন। গুগল ম্যাপসের নতুন ফিচার ও এআই-ভিত্তিক ব্যবহার নিয়ে বিশদ আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন রিজিয়নের সমস্যাগুলো তুলে ধরেছি, যা গুগলের কর্মকর্তারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন।"
অন্যদিকে সামিটে অংশ নেওয়া বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, "এ ধরনের সামিটে অংশগ্রহণের জন্য মানসম্মত কনট্রিবিউশন ছাড়া বিকল্প নেই। লোকাল গাইডস একটি ভলান্টিয়ার প্ল্যাটফর্ম হলেও কাজের গুণগত মানই এখানে মূল বিবেচ্য।"
অনুষ্ঠানে তিনজন সামিট অভিজ্ঞ লোকাল গাইড উপস্থিত ও অনলাইনে অংশ নিয়ে নতুন ও পুরনো সদস্যদের সামনে সামিটের অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়া ছয়জন লোকাল গাইডকে গুগল ম্যাপসের অফিসিয়াল উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। আয়োজনের শেষ পর্যায়ে গুগল ম্যাপস নিয়ে প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বাংলাদেশ লোকাল গাইডস গুগল ম্যাপস-ভিত্তিক দেশের বৃহত্তম ভলান্টিয়ার কমিউনিটি। এ কমিউনিটিতে প্রায় ১৩,০০০ এর বেশি সদস্য রয়েছে এবং ইতোমধ্যে দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ২৬০টিরও বেশি প্রোগ্রাম সম্পন্ন করেছে।